এই শহরের স্বপ্নগুলো লুকিয়ে যায় সব আঁধারে
লিখেছেন লিখেছেন Shopnil Shishir_MD Shariful Hasan ২০ আগস্ট, ২০১৪, ১২:৩৩:১০ রাত
লিখছি না, লিখছি না করে চলে গেল এক সপ্তাহ কিংবা তারও বেশী কিছু দিন। না লিখলেও নিয়ম করে ব্লগ দেখি। নতুন লেখা আসলে পড়ি, পুরোনো লেখাও পড়া হয় মাঝে মাঝে। নিজের লেখা পড়ি কম, কি পড়বো সব একই কথা বারবার নানান শিরোনামে লেখা। বৈচিত্র্যতা নেই একদম। তাই নতুন লেখা লিখতে বসেই এখন ঝুকি নিতে হয় নিজের কাছেই। যে একই কথা আর কতবার লেখবো! তাও সময় পেলেই সে সহজ ঝুকিতেই গা ভাসিয়ে লিখতে বসি। লিখি কি আর করা যাবে। লিখতে পারিনা তেমন ভালো কিছু। আমার মতো প্রতিভাহীন মানুষ না হয় একটু ভাড়ামী করে একই কথা একই রকমের দিনলিপি লিখেই গেল একটা শীতল ব্লগে। তাতে কার আর কি আসলো গেল?
মনটা অত্যন্ত বিষণ্ণ। কারন গত তিন দিন ধরে নান্নু সাহেব নিখোঁজ। গত তিন দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। সাবেক চা দোকানদার নান্নুর চার ভাই তাকে খুঁজে বেড়াচ্ছে সমানে, হাসপাতাল মর্গ, থানা পুলিশ বেওয়ারিশ লাশ সব খানেই ব্যাপক খোজ খবর চলছে কিন্তু নিউজ নাই । তার বউ কেঁদে কেঁদে অস্থির, আমারও মন খারাপ। কিন্তু যত খারাপ হবার কথা তত না, আড্ডা মারছি বাসায় থাকছি- টিভিতে গুপ্তকেশের সব অনুষ্ঠান দেখছি কোথাও মন খারাপ হয় না। মানুষ নাকি সেলফিস জিন দিয়ে গঠন করা, আজ তার প্রমান পেলাম আবার। আশাকরি খারাপ কোনো খবর শুনবো না, এতকিছুর পরেও হঠাৎ হঠাৎ গলাটা শুকিয়ে আসে, স্রষ্টা যেন কোনো খারাপ খবর আমাকে না শুনায়। কারন এই মানুষটা আমাকে যে পরিমান ভালোবাসছে তার ঋণ এক ছটাকও শোধ দিতে পারি নাই। বিপদের কথা আরো বেশী, নান্নুর ওয়াইফ এক্সপেক্টিং। উনাকে আমি একবারই দেখেছি বিয়ের সাজ পোষাকে, কাল যখন দেখলাম তখন বিশ্বাস হচ্ছিলো না। এই মহিলাই নান্নুর বউ কিনা? জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে করতে এক -দেড় বছরের মাথাতেই এই উনিশ বিশ বছরের মেয়েটা কেমন জানি বুড়িয়ে গেছে। আল্লাহ না করুক নান্নুর যদি কিছু হয় তাহলে এই তরুনীর আগামী দিনগুলো কি ঘোর অন্ধকার, তা ভেবে মনটা বিষিয়ে গেল। এক অদ্ভুত শহরে থাকি আমরা, যে শহরে মানুষই সব চেয়ে সস্তা জিনিস যা না চাইতেই হারিয়ে যায়। মানুষের জীবন এমনিতেও তেমন গ্লোরিফাইং কিছু না, এই শহরে সেই জীবন, সেই থাকা না থাকা আরো বেশী অনিশ্চিত। আমার এক বন্ধু বলছিল, 'দোস্ত বোনের বিয়ে দেবো তবে তার আগে ওর জন্য একটা চাকরী খুজছি, সেও খুজছে। আমি আমার বোনকে ইনসিকিউর রাখতে চাই না'। শুনে ফিক করে হাসি পেল, এই দেশে কবে কখন কোন আদম কিংবা হাওয়ার জীবন সিকিউর ছিল বা আছে? আস্ত একটা মরার দেশে দাঁড়িয়ে আমরা সবাই স্বপ্ন দেখছি বাঁচার, সেইখানে সিকিউর আর ইনসিকিউর ভেবে ফায়দা কি
Click this link
বিষয়: সাহিত্য
১২৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন