সমাজ!!!

লিখেছেন লিখেছেন Shopnil Shishir_MD Shariful Hasan ২৪ আগস্ট, ২০১৪, ০২:০৭:২১ রাত

প্রচন্ড ক্ষুধা নিয়ে একটা হোটেলে খেতে গেলাম দুই ভাই,হঠাৎ দেখলাম অনেক বৃদ্ধ একজন মানুষ পাশের টেবিলে এসে বসলেন,একগ্লাস পানি নিলেন,ক্ষুধার তাড়নায় তিনি কাঁপছিলেন গ্লাসটি ধরতে পারছিলেননা,পানি পান করলেন অনেক কষ্টে,ভাল করে তাকিয়ে বুঝলাম ভিক্ষে করেন,পাশে বসে জিজ্ঞেশ করলাম চাচা ভাত খাবেন? মাথা নাড়িয়ে সম্মতি দিলেন,ভালো কিছু খেতে চাইলেননা,জোর করে মাছ আর সবজি অর্ডার দিলাম,

দেখলাম খেতে অনেক কষ্ট হচ্ছিল বল্লাম চাচা আপনার কি ছেলে নেই? চোখ তুলে একবার চাইলেন আর যতক্ষন খেলেন দুই চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়লো কোন উত্তর দিলেন না।

বিল দিয়ে চাচার হাতে কিছু টাকা দিয়ে চলে আসার সময় সারাটা পথ শুধু ভাবছিলাম.......

স্বাধিনতার এতো বছর পর ও দেশের এই দৃশ্য!?

অথচ দু'বেলা দু'মুঠো খেয়ে পড়ে বাঁচার জন্যই তো স্বাধীনতা,

কবে পাবো সেই শাসক,যে শাসক উমরের (রাঃ) মতো মানুষের অধিকার সমুন্নত করার জন্য এই জনপথ থেকে সেই জনপথ হেঁটে বেড়াবেন,একজন মানুষ ও সে সমাজ ব্যবস্থায় অভুক্ত খুঁজে পাওয়া যাবেনা......।

হে আল্লাহ,আমাদের সেই শাসক উপহার দাও।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257673
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : হযরত উমর (রাঃ) এর মত শাসক পেতে হলে সেই রকম মানসিকতার হতে হবে , কারণ ....

You get the Government you deserve
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৮
201436
Shopnil Shishir_MD Shariful Hasan লিখেছেন : u r ri8

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File