"ভার্চুয়াল জিহাদ ইজ চাপাবাজী "
লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান-বিদ্রোহী ২৮ নভেম্বর, ২০১৬, ০১:২৭:০৯ রাত
"ফেইসবুকে সবই সম্ভব, কিন্তু বাস্তবে না " তবুও আমরা হুজুগে জাতি ফেইসবুকের কথা নিয়ে তোল পাড় লাগাই। মি. রায়হান, একজন ফেইসবুক সেলেব্রেটি, তো তিনি মায়ানমার নিয়ে এক বিরাট ইভেন্টের আয়োজন করছে, দলে দলে ধর্মপ্রান মুসলিম(নামে) যোগদান করতেছে। মি, রায়হান ভাষন দিলেন আর বসে থাকার সময় নেই, যার যা কিছুই আছে এখনই জিহাদের ময়দানে যেতে হবে, কুফফার নির্যাতন থেকে বাঁচাতে হবে। যেসব পীর/আলেম দোয়ার আয়জন করছে, মিছিল করছে তাদের ধিক্কার জানাই। চলুন অস্ত্র নিয়ে জিহাদ করি। ফেইসবুকের জিহাদিরা কেউ কমেন্ট নিয়ে, কেউ লাইক নিয়ে ঝাপিয়ে পড়লো, নয় শহিদ, বাঁচলে গাজী। অবশেষে তারা ফেইসবুকেই জিহাদ করলো থাকলো, এই দিকে মায়ানমারেরা নির্যাতনের চরমশিখরে। এভাবে মি, রায়হান সাহেবের মতে অনেকেই ফেইসবুকে জিহাদ চালায়। ঐ দিকে নরপশু মুসলিম নামের লেবাস লাগিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া বোনদের ধর্ষন করে। আমরা আজ ও মুসলিম হতে পারি নাই। শুধু নামবাদী মুসলিম। সবাই জিহাদের কথা বলে, তবে কথা হলো বিড়ালের গলায় ঘন্টা পড়াবে কে????? 3 mins · Priv
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন