"না জানিলে জিজ্ঞাসিতে হয়" জানার জন্য জিজ্ঞাসাই করিলাম৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২১ আগস্ট, ২০১৪, ০৪:৩৯:৪২ রাত
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
ব্লগের কম্পিউটর জানা ভাই, ভাতিজা, বোন, ভাগ্নি, ভাতিজী সবার কাছে কাছে জানতে চাই৷ প্রথমেই স্বীকার করি আমি নিজে এ বিষয়ে ব' কলম৷ অনেকের সহযোগীতায় একটু আধটু ল্যাপটপে ড্রাফ্ট করে সেখান থেকে কেটে ব্লগে সেঁটে দিই৷ সেই যোগ্যতা নিয়েই উর্দু বয়ানুল কোরনের ডি,ভি,ডি শুনে তা বাংলায় অনুবাদ করে মাক্রোসফ্ট ওয়ার্ডে টাইপ করে মাঝে মাঝে ব্লগে দিই ও পেন ড্রাইভে জমিয়ে রাখি৷ যেহেতু আমি আরবী টাইপ করতে পারিনা, তাই কোরআনের আরবী আয়াত গুলি নেটের সাইট থেকে কাট করে আনি৷এ ভাবেই আমার একুশ পারা হয়ে গেছে৷ সম্প্রতি নতুন একটা ল্যাপটপ কিনেছি৷ দু একজনের সাহায্যে দরকারি সব কিছুই ইনিস্টল করিয়েছি৷ লেখাও শুরু করেছি কিন্তু সমস্যা হচ্ছে আরবী আয়াত কাট পেস্টে৷ বাংলা ইংরাজী সব ঠিক ভাবে আসছে কিন্তু আরবী আয়াত বাংলার মত বাম দিক হতে শুরু হয়ে বসছে৷ বিশেষ করে বিস মিল্লাহকে কোন ভাবেই সঠিক বসাতে পারছি না৷ প্রথমে সর্ব বামে আসে 'বিসমি'তার পর আল্লাহ তার পর 'রহমান' তারপর 'রাহীম' মানে পুরাই উল্টা৷ এ ছাড়া বার বার চেস্টা করতে গিয়ে লাইনের মাঝে বড় গ্যাপ হয়ে যাচ্ছে তাও কোন ভাবে গুছিয়ে বসাতে পারছিনা৷
অসুবিধাটা কোথায় আর তার সমাধান সহজ করে বলে দিতে অনুরোধ রইল৷ ধন্যবাদ৷
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইজান আমি যতটুকু জানি শেয়ার করলাম। আর আপনার সাথে অপেক্ষায় থাকলাম অন্যদের পরামর্শটা দেখে শিখার জন্য।
কোন ফিডব্যাক পেলে অবশ্যই জানাবো।
মন্তব্য করতে লগইন করুন