...পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৮ জুন, ২০১৩, ০৮:০৩:২২ রাত
শোন হে বিশ্ববাসী, মমিন মুসলমান
পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল-কোরআন।
"এই সে কোরআন রাখিতাম যদি পাহাড়ের পরে
ধ্বংস হইত সে পাহাড় কোরআনের ডরে।
এটি এমন গ্রন্থ তা সন্দেহাতীত-মুত্তাকীদের জন্য হেদায়াত।
সত্যতার প্রশ্নে চ্যালেন্জ গ্রহনে আজও কারও হয়নি হিম্মত
যে রাতে-সময়ে হয়েছে নাযীল তার চেয়ে উত্তম কি হতে পারে আর?
সেতো হাজার রাতের চাইতেও সেরা (খাইরুমমিন আলফিসাহর)।
যে মাসে হয়েছে নাযীল শ্রেষ্ঠ সে মাস "মাহে রমাদান"
বন্ধ করে জাহান্নাম খোলা হয় জন্নাত বাধা হয় শয়তান।
যে দেশে-নগরে হয়েছে নাযীল, সেষ্ঠ সে দেশ-নিরাপদ নগরী,
যে যুগে হয়েছে নাযীল, সে তো স্বর্ণালীযুগ - গুনগাত গাই তারি।
যে নবীর পরে কোরআন হয়েছে নাযীল সে তো শ্রেষ্ঠ নবী-শ্রেষ্ঠ রাসূল
আদম থেকে ঈসা এসেছে যত নবী-রাসূল - মুহাম্মদ সাথে নেই কোন তুল।
কোরআনরে আলোয় আলোকিত হয়ে সর্ব প্রথম ফিরেছে যাদের হুশ
এরাই হলো সর্বযুগের শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ।
কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কথা-ভাষা কি হতে পারে আর?
সেই উত্তম, কোরআনের কথা-ভাষা কলবে-জবানে-আমলে যার।
আল্লাহ বলেন,"হে নবী, আমি কোরআন এই জন্য নাযীল করি নাই, যে
আপনি হতভাগ্য হয়ে থাকবেন ইহা থাকা সত্বেও"।
ভেবেছ কি কখনো কিসের তরে এই শ্রেষ্ঠ কোরআন হয়েছে নাযীল?
আল্লাহ প্রদত্ত কোরআনে দেয়া বিধি-বিধানে জীবন হবে স্বপ্নীল।
আহবান করি ছুঁড়ে ফেলে দিতে দুনিয়াবী সকল মত
তবেই মোরা শ্রেষ্ঠ কোরআনের সংস্পর্শে হব প্রকৃত শ্রেষ্ঠ উম্মত।
বি:দ্র: কবিতাটি পূর্বে সোনারবাংলাদেশ ব্লগে প্রকাশিত হয়েছিল।
বিষয়: বিবিধ
১৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন