যদিও নিজের কিছু কষ্টের কথা বর্ণনা করলাম
লিখেছেন লিখেছেন কাউছার জামান ১৮ জুন, ২০১৩, ০৮:০৩:৫৮ রাত
আমার বন্ধুর কথা গুলো শেয়ার করলাম।
নিচের এই সার্টিফিকেটটি আমার মহামান্য শ্বশুর মশায়ের। বর্তমানে তিনি প্রয়াত। এই সার্টিফিকেটট নিয়ে গত দেড় বছর বিভিন্ন দ্বারে দ্বারে আমি ঘুরেছি। আমার শ্রদ্বেয় শাশুড়ি ঘুরেছেন গত ২৩ বছর যাবত শুধু মাত্র রাষ্ট্রীয় স্বীকৃীতির জন্য। কিন্তু বিধি বাম। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের জনৈক কর্মকর্তা জানালো সব কিছুই পাওয়া যাবে আগামী ৩(তিন) মাসের ভেতর, অফিস খরচ বাবত ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লাগবে। শ্বশুর মশাই যদি বেঁছে থাকতেন উনাকে জিজ্ঞাসা করতাম...।
১/ কি দরকার ছিল এই যুদ্ধ করার ??
২/ কি পেয়েছেন যেখানে রাষ্ট্র পর্যন্ত এখনো আপনাকে স্বীকৃীতি দিতে পারেনি। রাষ্ট্রের স্বীকৃীতি কিনতে হবে দেড় লক্ষ টাকা ঘুষের বিনিময়ে।
৩/ কোন দরকার ছিল না এই ঘুনে ধরা বাংলাদেশ তৈরি করার।
বাংলাদেশি জাতিয়তাবাদ আর বাঙালি জাতিয়তাবাদ নিয়ে আমরা দিন রাত লড়াই করে যাচছি। আমি এবং আমার স্ত্রী মনে করি আমরা নষ্ট জাতিয়তাবাদে আছি।
বিষয়: বিবিধ
২৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন