মানু্ষে চারটি গুণ থাকা দরকা।
লিখেছেন লিখেছেন কাউছার জামান ০৪ জুন, ২০১৩, ০২:২৬:০৩ দুপুর
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা.
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ
এতই মূল্যবান যে, তা যদি তোমার
মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর
কী তোমার নেই সে চিন্তারই দরকার
নেই। এই চার গুণ হচ্ছে-
১. আমানত রক্ষা করা।
২. সত্য কথা বলা।
৩. উত্তম চরিত্রের অধিকারী হওয়া।
৪. রিজিক হালাল হওয়া।
{মুসনাদে আহমদ, হাদীস : ৬৩৬৫}
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন