অপরিচিত এক দেশদ্রোহী ভাইয়া…
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ১৫ মার্চ, ২০১৩, ০৯:৫৯:৫৬ রাত
সাভার স্মৃতিশোধ ঘুরে ফিরতেছিলাম গাবতলির দিকে।গাবতলির কাছাকাছি এসে লেগে গেল বিশাল এক জ্যাম যদিও এটা ধাকা শহরে কোন বিরল বা অবাক হবার ঘটনা নয় তবুও কিছু লিখছি কারণ এই বিষয়টাকেই কেন্দ্র করে এক ভাইয়া ও তার বন্ধুর মধ্যে কিছু আক্ষেপের কথপকথন চলছিল যার মধ্যে দেশদ্রহীর কিছু ছাপ লক্ষননিয় ছিল।এই দেশটা যে কোন কাজের না ওনার ভাষায় বারবার এটাই ভেসে উঠছিল এবং উনি বারবার বিদেশের কথা উল্ল্যেখ করছিলেন তবে নির্দিষ্ট করে কোন দেশের নাম বলে নাই।ওনার কথা হল এই দেশটা একেবারেই বসবাসের অযোগ্য এক পর্যায়ে নিজের ভাগ্যকেও দোষারোপ করে বসলেন বলেই ফেললেন আগের জন্মে অনেক পাপের কারনে হয়্ত এই দেশে জন্মেছি।ওনার আর কথা শুনলাম তাতে ওনাকে জামাত শিবির করে বলে মনে হল না তবুও ওনার মধ্যে দেশবিরোধী কথা শুনে খুবই অবাক হলাম এবং কষ্টও পেলাম।জানিনা ওনার এই দেশবিরোধী হবার পিছনে কে বা কারা দায়ি তবুও মনে হল ওনার যথেষ্ঠ স্বাস্তি হওয়া উচিত।কেননা দেশদ্রোহীদের এই দেশ থেকে বিতাড়িত করতে আমরা বদ্ধপরিকর।এদের পিছনে কোন কারণ বা কোন অদৃশ্য মহল আছে কিনা তা দেখার সময় এখন না।আমরা দেশটাকে দেশদ্রোহীমুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ…আর ও হ্যা ওই জ্যামটা অবশ্য দুই ঘন্টা পর কেটেছিল।আমরা নিরাপদেই পোউছে গিয়েছিলাম।মোট ৩ ঘন্টা ৩০ মিনিট সময় লাগল গাবতলি আসতে…
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন