মানুষ দেখলাম
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ১৮ মে, ২০১৩, ১০:৩৫:০২ রাত
মানুষ থাকে ঐ উচু তলায়,মানুষের বসবাস ঐ উচু উচু অট্টালিকায়,মানুষের চলাফেরা ঐ বড় বড় শপিং মলে,ঝলমলে সব চোখ ধাধানো আলোকসজ্জায় মাসুষ দেখা যায় আর এরাই যে আসল মানুষ তা এদেরকে দেখলেই বোঝা যায়।নিচু তলার কোন এক প্রানী হয়ে অনেক খুজেছি মানুষের অস্তিত্ব,রাস্তার গলিতে,ফুতপাথের ইঞ্চি ইঞ্চি পথে চেয়ে থেকেছি, না ওখানে কোন মানুষ দেখিনি মানুষের কোন অস্তিত্বও খুজে পায়নি, যা দেখেছি ওগুলোকে অন্য কোন প্রানী বলেই মনে হয়েছে চোখের ভুলও হতে পারে আবার সঠিক দৃষ্টিশক্তিও হতে পারে।অনেক খুজেছি মানুষগুলো কোথায় থাকে।খুজেছি কারণ আমি জানি মানুষ কোথাও না কোথও আছে তারাই তো দেশটা পরিচালনা করে।আজ জীবনের প্রথম বসুন্ধরা সিটি শপিং মলে গিয়েছিলাম আর মজার ব্যাপার হল আজ আমার চোখে বেশ কিছু মানুষের দেখা মিলল।বেশ অবাক হয়ে ঘুরে ঘুরে দেখলাম আর বুঝলামও কারা মানুষ আর কারা মানুষ না, পার্থক্যটা বোঝার চেষ্টা করলাম, জানি না কতটুকু বুঝলাম, তবে কিছুটা হলেও বুঝেছি বলেই মনে হল।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন