গণতন্ত্রের সর্বৎকৃষ্ট সজ্ঞা
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ১৩ মে, ২০১৩, ০৯:২৬:৩৪ রাত
আমরা আম পাব্লিক কত্ত আশা কইরা ভোটটা ব্যালট বাক্সে ফালাই,ভাবি এই যে আমি আমার পছন্দের নেতারে ভোট দিলাম হ্যায় যখন ভোটে জিতব তখন হ্যায় আমাগো প্রতিনিধী হইয়া সংসদে যাইব আর আমাগো লাইগা কিছু করনের চিষ্টা করব মাগার হ্যায় ক্ষমতা পাইয়া পুরাই অমানুষ হইয়া যায়।কি আজব একটা ভাবনা আমরা ভাবতেছি আর ভাবতেছি শুধু ভাইবাই যাইতাছি,আর তাই ভোটটাও দিয়া যাইতাছি আগেরবার নাহোক এইবার হইব কিন্তুক এইবারও হয় না পরের বারও হয় না।তাও ভাবতে থাকি,এমন হয় ক্যান আমরা তো জানি গণতান্ত্র মানে শাসন ব্যাবস্থা আমাদের হাতেই আমরা যা কইব তাই করব আমাগো প্রতিনিধি, আবার ভাবি একদিন গণতন্ত্র সফল হইব আর আমরাও মুক্তি পাইব।মাগার এই বুজটা আমাগো কখনোই আসে না যে এইটাই গণতন্ত্রের সফলতা।আর তাই গণতন্ত্রের সর্বৎকৃষ্ট সজ্ঞা দিয়েছেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মিঃ এম জেড ইসলাম ''Democracy is the government 'off' the people 'bye' the people and 'far' the people''
বিষয়: রাজনীতি
১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন