বাস্তব বাস্তবতা
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ০৯ মে, ২০১৩, ১০:২৪:৩৭ রাত
আজ অফিসে বসেই এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখতেছিলাম যদিও অনেক ব্যাস্ততা তাই মোবাইল থেকেই চেষ্টা করছিলাম দেখলামও কয়েকটা, আমার একটা ভাগিনা'এ+্ִপাইছে খুব খুশি হলাম ওকে ফোনে খবরটা দিতেই ও তো মহাখুশি।কিছুক্ষন পর অফিসের দুইটা ছেলে(ওরা পানি টানার কাজ করে এবং ওরা এখানে কিছুদিন আগে এসেছে)আমাকে বলে ভাইয়া আপনি নাকি রেজাল্ট দেখছেন আমাদেরটা একটু দেখে দেবেন…?আমি অবাক হয়ে তাকালাম ওদের দিকে আর বললাম তোমরা পরিক্ষা দিছো তো এইখানে কেন?ওরা বলল পরীক্ষা শেষ করে এইখানে এসেছিলাম কাজে।আমি ওদের রোল নাম্বার নিলাম আর আমার মনে হল কেমন অস্থির একটা ভাব লাগছে আমার আমি ওদের রেজাল্ট দেখব,কি আছে ওদের ভাগ্যে…? কিছুক্ষন পর রেজাল্ট দেখেও ফেললাম তখন ওরা পানি টানার কাজে মহাব্যাস্ত তাই আমি নিজে গিয়েই জানিয়ে আসলাম একজন-4.38 আরেকজন-3.88 ওরা শুনে খুশী হল নাকি বেজার হল বুজতে পারলাম না কারণ ওরা তখনও মহাব্যাস্ত পানি ভর্তি বড় বড় জার টানাই।চলে আসলাম কি যেন কি একটা চিন্তা করতে করতে।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন