আম জনতার আবার মরা…!

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:৩৩:৫৮ সন্ধ্যা

গরু ছাগল মরলেও মানুষ ইস্স…আহ্হ… শব্দ করে দুঃখ প্রকাশ করে।কিন্তু মরার আগে এদের প্রতি ভালবাসা দেখানোর প্রয়োজন থাকে না।এই দেশে আজ যারা বিল্ডিং ধ্বশে,আগুন লেগে রাস্তাই গোলাগুলিতে মারা যাচ্ছে এরাও এই জাতীও পশুর সমতুল্য।এদের বাচাতে ধণ কুবেররা আর রাজনীতি জীবিরা কিছু করবেনা কিন্তু মরলে এইটারে নিয়ে ব্যাপক শোক করবে,টানাটানি করবে, পাবলিককে দেখাবে তারা যেন এই গরিব গুলর জন্যে তাদের জীবন দিয়ে দিবে।এইভাবে আর কতদিন চলবে আমরা কি শুধু এই মানুষ গুলো মরার পরেই আহাজারী করব…?একদিন আমরাও এদের কাতারে পড়ে থাকব আমাদের জন্যেও দেশ তথা স্বয়ং রাজাও দুঃখ করবে।আসুন এদের জন্য দুঃখ করতে করতে আমরাও প্রস্তুতি নিয়ে ফেলি।আমরা গণতন্ত্রকে পুজা করি আর পুজীবাদকে ভক্তি করি কারণ এর বাহক গণ আমাদের মৃত্যুর পর দুঃখ করবে শোক করবে…

বিষয়: বিবিধ

৮১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File