"আবেগের তুলি"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৪ জানুয়ারি, ২০১৪, ০১:৩৮:২৫ রাত
বেঁচে আছি, বেশ তো
কাল হয়তো থাকবনা,
এটাই নিয়ম –
নেই কারো সাধ্য
বলতে যে মানবনা।।
স্বপ্নে তে করি বাস
সাথে নিয়ে কলপনা,
আবেগের তুলি দিয়ে
এঁকে গেছি আলপনা।।
যোগ আর বিয়োগে
আমি বড় আনমনা
নিজ গুনে সবে যেন
করে দিও মার্জনা,
বেঁচে আছি, বেশ তো
কাল হয়তো থাকবনা।।
বিষয়: বিবিধ
১৯৫১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
সুন্দর কবিতার জন্য কবিকে শুকরিয়া জানাই।
বৃত্তের বাইরে লিখেছেন : বেশী কঠিন কবিতা বুঝিনা। ছন্দ না মিললে আরও বুঝিনা। আপনার কবিতা সহজ, সুন্দর, ছন্দময়...সহজে বুঝা যায় তাই ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
হা হা হা।
ব্লগে স্বাগত জানাচ্ছি, প্রেরণার সাথী হয়ে রইলেন আশা করি থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
বেঁচে আছি, বেশ তো
কাল হয়তো থাকবনা।
মন্তব্য করতে লগইন করুন