Good Luck Rose চুমকির বিয়ে Good Luck Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ জানুয়ারি, ২০১৪, ০১:৪০:০৬ রাত



মা বাবার একমাত্র আদরের মেয়ে চুমকি। বাবা ছাদিক মিয়া সরকারী চাকরি করেন , চাকরির কারণে গ্রাম থেকে প্রায় ২৫ বছর আগেই শহরে চলে আসেন । ছাদিক মিয়া ছুটিতে স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যেতেন। গ্রামের আত্বীয় স্বজন ছাদিক মিয়াকে অনেক ভালোবাসে শিক্ষা থাকার কারণে। ছাদিক মিয়ার গ্রামে খুভ অল্প সংখ্যক মানুষ উচ্চ শিক্ষিত। এবার গ্রামের বাড়িতে গিয়ে আত্বীয় সজনদের কাছে জানিয়ে আসলেন মেয়ের বিয়ে দিয়ে দেবেন আর সেই বিয়েতে সবাইকে যেতে হবে। মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভালো পাত্র দেখা হয়েছে দিন-কন ও টিক করা শেষ।

চুমকি সবে মাত্র মাস্টার্স শেষ করেছে তার ইচ্ছে ছিল চাকরি করবে ,কিন্তু বাবা মা চিন্তা করলেন চাকরি করতে চাইলে শ্বশুর বাড়ি গিয়ে করতে পারবে , এসব চিন্তা করে বাবা মা মেয়ের বিয়ে টিক করেছেন।ধুম-ধাম করে মেয়ের বিয়ে দিচ্ছেন রাতে গায়ে হলুদ অনুষ্টান ছিল।সরকারী বাসাতে ছাদিক মিয়া থাকেন ৩ টি বেড রুম আছে বাসাতে। রাতে কিছু আত্বীয় স্বজন এসেছেন ,গ্রামের অধিকাংশ আত্বীয় আসবেন বিয়ের সেন্টারে ,বিয়ে শহরের উন্নত মানের একটি কমিনিউটি সেন্টারে হচ্ছে। সেন্টারে দেশের পরিচিত মুখ মেহমান হয়েও আসবেন চুমকির বাবার দাওয়াতে। বর পক্ষের ৬০০ জন অতিথি আসবেন।

দুপুর ১২ টার আগেই চুমকিকে নিয়ে কমিউনিটি সেন্টারে যাওয়া হলো টিক সময় বর পক্ষ ও হাজির। আকদের কাজ ও সম্পন্ন করা হয়েছে। খাবার দাবার শেষে চুমকিকে বরের হাতে তুলে দেবেন ছাদিক মিয়া ,টিক সেই মুহুর্তে ১০-১২ টি যুবক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সেন্টারে হাজির যুবকদের মধ্যে এক জন সবাইকে নিরব থেকে তার কথা শুনার জন্য বলে। সে উপস্তিত সবাইকে জানিয়ে দিল আমার নাম শান্ত আমি চুমকিকে ভালোবাসি সুতরাং চুমকিকে অন্য কেউ পেতে পারেনা ।

চুমকির বাবা ঐ যুবকের কাছে জানতে চান চুমকি কি তোমায় ভালোবাসে ?যুবক জবাবে বলে সেটা চুমকি বলবে সবার সামনে। চুমকির বাবা চুমকিকে জিজ্ঞাসা করলে চুমকি বলে আমি কাউকে ভালোবাসি না আমি শুধু বন্ধুত্ব করেছিলাম । চুমকির নতুন বরের বাবা ও উপস্তিত অনেকে বিষয়টি ভালো করে জানার জন্য চুমকিকে খুলে বলার জন্য বলেন। চুমকি এবার খুলে বলতে লাগলো সে বলে ,আমার বাবা সরকারী চাকরি করতেন প্রায় সময় উনি বাসায় থাকতেন না মা ঘরের কাজে ব্যাস্ত থাকতেন আমি ভার্সিটিতে থাকতাম ঘরে আসলে নিজ ঘরে একা একা থাকতে হতো। তাই আমি মনে করলাম আমার বন্ধু প্রয়োজন সেই সুত্রে আমি প্রথমে একজন পরে একাদিক ছেলে বন্ধু ও তিন জন মেয়ে বন্ধু বানালাম সবাই আমার ভার্সিটির শিক্ষার্থী। বাবা মায়ের কাছ থেকে আমি ইচ্ছে মুতাবেক টাকা পেতাম সেই টাকা দিয়ে বন্ধুদের মধ্যে অধিক পছন্দের বন্ধুদের বিভিন্ন উপহার সামগ্রী কিনে দিতাম ওরা ও দিত। ওদের কাছে প্রতি দিন ফোনে কথা হত একাদিকবার। ভার্সিটিতে একসাথে বসে আবার আলাদা আলাদা বসে আড্ডা দিতাম। অনেক সময় বন্ধুরা মিলে সিনেমা দেখতে যেতাম ,পর্যটন কেন্দ্রে যেতাম ,ভালো উন্নত মানের হোটেলে খাবার খেতে যেতাম ,অনেক রাত করে বাড়ি ফিরতাম ,আমি নেশা করতাম না কিন্তু আমার বন্ধুদের মধ্যে কয়েকজন নেশা করত। এরকম আমার ভার্সিটির শেষ দিন পর্যন্ত চলে যায়। আমি মাজে মধ্যে বুঝতে পারতাম আমার বন্ধুদের মধ্যে অনেকই আমাকে পাওয়ার চেষ্টা করত কিন্তু আমি সেদিকে নজর দিতাম না। চুমকি বলে সেন্টারে আশা অস্ত্রধারী যুবকদের মধ্যে সে শুধু শান্ত কে চেনে শান্ত তার বন্ধুদের মধ্যে এক বন্ধু ।

এসব শুনে বরের বাবা উপস্তিত সবাইকে জানিয়ে দেন আদালতের মাধ্যমে চুমকির সাথে তার ছেলের বিবাহ বিছিন্ন করবেন আর সেই কাজে সহযোগিতার প্রয়োজন হলে যেন আজ যারা উপস্তিত হয়েছেন তারা তা করেন। এই বলে বর ও বরের পক্ষের লোক কে সাথে নিয়ে চলে যান বরের বাবা ।যে মেয়েটির মুখে সব সময় হাসি লেগে থাকত সেই চুমকি সাথে সাথে বদলে যায় তার দু -চুখ দিয়ে পানি পরতে থাকে।

এ দিকে চুমকির বাবা মায়ের লজ্জার পাহাড় তাদের কে হাসপাতাল পর্যন্ত পৌছিয়ে দিয়েছে । একে একে সকল মেহমান চলে গেলেন। মেহমান গেলেন নিজের বাড়ি আর চুমকি গেল দুনিয়া ছাড়ি।

বিষয়: বিয়ের গল্প

২১০৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166548
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৫
নূর আল আমিন লিখেছেন : চুমকির দোষ আছে কারণ বাজে ছেলেটার সাথে বন্ধুত্ত করা Big Grin ধন্যবাদ আবদুল্লাহ শাহীন ভাই
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৫
120627
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই পড়ে মন্তব্য করার জন্য। Good Luck Good Luck
166554
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : জবাবটা যে মন্তব্যে হয়ে গেলো,ঔযে ১ নং মন্তব্যের। আর হা এবার মনে হয় একখান পুরস্কার পেতে যাচ্ছেন।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৭
120629
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পুরস্কার আপনারা পাবেন আমরা সেই পুরস্কার বাড়ি নিতে সাথে আসছি ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য। Good Luck Good Luck
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৪:২০
120674
ভিশু লিখেছেন : আমারো তাই মনে হচ্ছে...Worried Happy Good Luck Rose
166555
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:১১
আবু তাহের মিয়াজী লিখেছেন : চুমকির গল্প শুনলাম। আপনার খবরকি সেটা লেখেন। Winking Winking Love Struck Love Struck
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৬
120628
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার খবর আর মাত্র ৩ বছর পেয়ে যাবেন ইনশা -আল্লাহ ।
পড়ে মন্তব্য করায় ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
166579
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২৯
বাকপ্রবাস লিখেছেন : মেহমান গেলেন নিজের বাড়ি আর চুমকি গেল দুনিয়া ছাড়ি। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
120864
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Applause Applause Rolling on the Floor Rolling on the Floor
166585
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৩০
শিকারিমন লিখেছেন : শান্ত কেন মাস্তান ,
চুমকি দুনিয়া ছাড়ি
দিল তার প্রমান। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
120865
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করায় ,আশা করি স্তাহে থাকবেন। Good Luck Good Luck
166596
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৫৭
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো. অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
120866
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাদের ভালো লাগা আমার প্রেরণা ,ধন্যবাদ Good Luck
166615
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩১
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Rose ধন্যবাদ Happy
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
120867
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাদের ভালো লাগা আমার প্রেরণা ,ধন্যবাদ Good Luck Good Luck
166619
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৫
সাইদ লিখেছেন : অনেক ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
120868
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাদের ভালো লাগা আমার প্রেরণা ,ধন্যবাদ Good Luck Good Luck
167015
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৫৭
জোবাইর চৌধুরী লিখেছেন : অনেক ভালো লেগেছে।
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
121277
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাদের ভালো লাগায় আমার প্রেরণা। Good Luck Good Luck
১০
167510
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
শারমিন হক লিখেছেন : ভালো লাগলো
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৭
121451
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাদের ভালো লাগায় আমার প্রেরণা। Good Luck Good Luck
১১
168257
২৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৩
আফরা লিখেছেন : আপনার জন্য দো্য়া থাকল আপনার চেষ্টা সফল হোক ।
২৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৪
122107
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার জন্য ও দুয়া রইলো। Good Luck
১২
168311
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৮
কোহেলি লিখেছেন : চুমকির গল্প শুনলাম।আপনারটার দাওয়াত কবে পাবো।
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৯
122149
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আগে আপনি পাত্রী খুঁজে দেন পরে পাবেন Good Luck Good Luck :Thinking :Thinking
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৩
122153
কোহেলি লিখেছেন : ভাই আপনারা গ্রামে যাবেন না। আর সিলেট থেকে আমার বাড়ি অনেক দূরে।
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৪
122154
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার বাড়ি গ্রামে ,,আর যারা কবিতা লিখে গ্রাম ভালবাসে
১৩
169908
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪০
অজানা পথিক লিখেছেন :
বিয়ে নিয়ে ইয়ে
দেখছি শুধু তাকিয়ে
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৪
123687
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি ও লিখেন Good Luck
১৪
179404
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
132437
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File