তিরমিজি শরিফ হাদিস নম্বর ২৪১৮
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৪ জানুয়ারি, ২০১৪, ০১:৪৬:৫০ রাত
::::তোমরা কি জান
গরীব কে?::::
আবু হুরায়রা (রাঃ)
বর্ণনা করেন,
রাসূলুল্লাহ্ (সাঃ)
বলেছেন,তোমরা কি জ
গরীবকে?
সাহাবীগণবললেন,
আমাদের মধ্যে যার
সম্পদ নাই
সে হলো গরীব লোক।
তখন রাসূলুল্লাহ্
(সাঃ) বললেন, আমার
উম্মতের
মধ্যে সে হলো গরীব
যে, কিয়ামতের দিন
নামায, রোযা ও যাকাত
নিয়ে আসবে অথচ
সে অমুককে গালি দিয়ে
অমুককে অপবাদ
দিয়েছে,
অন্যায়ভাবে লোকের
মাল খেয়েছে,
সে লোকের রক্ত
প্রবাহিতকরেছে এবং
করেছে।কাজেই এসব
নির্যাতিত
ব্যক্তিদেরকে সেদিন
তার নেক
আমলনামা দিয়ে দেয়া হ
এবং তাকে জাহান্নামে
{তিরমিযী:২৪১৮}
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন