''তোমার সনে''
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০৮ জানুয়ারি, ২০১৪, ১২:১২:২৫ রাত
অতিথী তোমায়
করেছি প্রীতি,
ভাঙ্গিয়া জনমের
সমস্ত রীতি।।
মনের আঙ্গিনায়
গেঁথেছি মালা,
নিয়ে হাজারো
সুখেরো স্মৃতি।।
স্মৃতির জানালায়
দাঁড়িয়ে আমি
হেসেছি আপন মনে,
নৈতিকতায়
বেধেঁছি রিসতা
বন্ধু তোমার সনে।।
******
বিষয়: বিবিধ
২৪৭৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমস্ত নীতি।।
দেখ দেখি
প্রেম পিরিতি
========
স্মৃতির জানালায়
দাঁড়িয়ে আমি
হেসেছি আপন মনে,
নৈতিকতায়
বেধেঁছি রিসতা
বন্ধু তোমার সনে।।
ধন্যবাদ, কবি আপনাকে।
অনেক ধন্যবাদ
মাঝের মধ্যে উথলে উঠতে চাই
"নৈতিকতায়
বেধেঁছি রিসতা" হা হা হা... ধন্যবাদ।
দাঁড়িয়ে আমি
হেসেছি আপন মনে,
নৈতিকতায়
বেধেঁছি রিসতা
বন্ধু তোমার সনে।।
ধন্যবাদ আবারো, কবি বাকপ্রবাস আপনাকে।
মন্তব্যে প্রেরণা জোগাবে। অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন