মাসিক পৃথিবী এবং Monthly 'AL ISLAM' পত্রিকার সম্পাদক এ.কে. এম নাজির আহমদ সাহেব ইন্তেকাল করেছেন ?

লিখেছেন লিখেছেন তারাচাঁদ ০৮ জানুয়ারি, ২০১৪, ১২:১৭:৫৯ রাত

'ইসলামী সংগঠন' বইয়ের লেখক, বাংলাদেশ ইসলামী সেন্টারের পরিচালক, মাসিক পৃথিবী এবং monthly 'Al Islam' পত্রিকার সম্পাদক, জামাআতে ইসলামীর নায়েবে আমীর এ.কে.এম নাজির আহমদ সাহেব ৭ই জানুয়ারি মঙ্গলবার রাত সোয়া এগারটায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন । এক সপ্তাহের বেশি সময় তিনি ইবনে সিনা হাসপাতালে 'লাইফে সাপোর্টে' ছিলেন । ড. মুহাম্মদ রেজাউল করিম এবং শিশির মুহাম্মদ মনিরের ফেসবুকে এ খবর বেরিয়েছে । ইসলামী আন্দোলনের জন্য সরকারী সরকারী চাকুরী ছেড়ে দিয়ে দ্বীন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা এই মানুষটির জন্য আসুন দোয়া করি ।

"সাইমুম সিরিজ" এবং 'কালো পঁচিশের আগে ও পরে' লেখক, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেবের শরীরিক অবস্থাও খুব ভাল নয় । আসুন তাঁর জন্যও আল্লাহর কাছে দোয়া করি ।

বিষয়: বিবিধ

৪৩৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160182
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:২৮
সালাম আজাদী লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন, আল্লাহুম্মা আজিরনা ফী মুসীবাতিনা, অখলুফনা খায়রান মিনহা
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪২
114630
তারাচাঁদ লিখেছেন : শুনেছি, আপনার হৃদপিণ্ডের ধমনীতে কোলেস্টেরল বাসা বেঁধে স্বাভাবিক রক্তপ্রবাহ বন্ধ করে দিয়েছে । ঈমানের পরই একজন মু'মিনের বড় সম্পদ তার স্বাস্থ্য এবং হায়াত । "আল্লাহর পথে আহবান, সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যাদের জীবনের মিশন" তারা সুস্বাস্থ্যকে অবজ্ঞা করতে পারেন না ।
একেএম নাজির আহমদ সাহেবের মত মানুষের খুব অভাব অনুভব করছি এখন ।
সালাম আজাদী ভাই, আপনার নেক হায়াতের জন্যও আাল্লাহর কাছে দোয়া করছি ।
160192
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫১
আফরোজা হাসান লিখেছেন : ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শ্রদ্ধেয় আবুল আসাদ সাহেবের জন্য দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ রাব্বুল আলামীন উনার সর্বাঙ্গীন সহায় হোন। আমীন।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৫
114637
তারাচাঁদ লিখেছেন : আল্লাহ আমাদের সবার সহায় হোন । আমীন ।
160197
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
গন্ধসুধা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩৯
114658
তারাচাঁদ লিখেছেন : আমীন । আর যারা জীবিত আছেন, তাদেরকে নেক হায়াত দারাজ করুন, এবং আজীবন 'সৎকাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ'-এর কাজ চালিয়ে যাওয়ার তওফিক দিন ।
160202
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৪
এক্টিভিষ্ট লিখেছেন : চলে গেলেন একটা মিশন, একটা জীবন্ত আন্দোলন। এখন আর কে আছে হাল ধরার Praying Praying
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৫
114659
তারাচাঁদ লিখেছেন : ঠিকই বলেছেন । 'ইসলামী সংগঠন' সহজ ভাষায় লেখা, ছোট্ট অথচ চমৎকার একটি বই । বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক হওয়ার, মাসিক পৃথিবী এবং আল ইসলাম-- দুটো পত্রিকার সম্পাদক হওয়ার যোগ্য তেমন কাউকে দেখছি না ।
জ্ঞানদায়ী, ছায়াদায়ী এক বৃক্ষ যেন কালবৈশাখী ঝড়ে এক লহমায় ভূমিস্যাৎ হয়ে পড়ল ।
160224
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০১
ভিশু লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন! তাঁর বইগুলো এত ভালো লাগে! অনেকটা নীতিমালা বা সংবিধানের মতো! মহান আল্লাহর কাছে আন্তরিক দোয়া করছি, তিনি যেন তাঁর এই সন্তোষভাজনকে জান্নাতী বান্দাহ হিসেবে কবুল করে নেন! আমীন!
160228
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৪
হককথা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

একদিন তাঁর সাথে কয়েক ঘন্টা সময় কাটানোর সুযোগ হয়েছিল। সে এক দূর্লভ মহুর্ত! কি প্রজ্ঞা, কি আমল আর জ্ঞানের কি গভীরতা যে দেখেছি, তা বলে শেষ করতে পারব না। স্বল্পবাক এ মানুষটির বড় প্রয়োজন ছিল এ সময়। আল্লাহই সবচেয়ে বেশি প্রজ্ঞাবান। আমরা তাঁর উপরেই এ বিপদের মহুর্তে নির্ভর করছি। তাঁর কাছেই সাহায্য চাচ্ছি।
160232
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪৫
সবুজেরসিড়ি লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন . . .
160257
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:১৯
রুহািন লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন
160559
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন ।
১০
164846
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৮
ইক্লিপ্স লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিঊন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File