মাসিক পৃথিবী এবং Monthly 'AL ISLAM' পত্রিকার সম্পাদক এ.কে. এম নাজির আহমদ সাহেব ইন্তেকাল করেছেন ?
লিখেছেন লিখেছেন তারাচাঁদ ০৮ জানুয়ারি, ২০১৪, ১২:১৭:৫৯ রাত
'ইসলামী সংগঠন' বইয়ের লেখক, বাংলাদেশ ইসলামী সেন্টারের পরিচালক, মাসিক পৃথিবী এবং monthly 'Al Islam' পত্রিকার সম্পাদক, জামাআতে ইসলামীর নায়েবে আমীর এ.কে.এম নাজির আহমদ সাহেব ৭ই জানুয়ারি মঙ্গলবার রাত সোয়া এগারটায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন । এক সপ্তাহের বেশি সময় তিনি ইবনে সিনা হাসপাতালে 'লাইফে সাপোর্টে' ছিলেন । ড. মুহাম্মদ রেজাউল করিম এবং শিশির মুহাম্মদ মনিরের ফেসবুকে এ খবর বেরিয়েছে । ইসলামী আন্দোলনের জন্য সরকারী সরকারী চাকুরী ছেড়ে দিয়ে দ্বীন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা এই মানুষটির জন্য আসুন দোয়া করি ।
"সাইমুম সিরিজ" এবং 'কালো পঁচিশের আগে ও পরে' লেখক, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেবের শরীরিক অবস্থাও খুব ভাল নয় । আসুন তাঁর জন্যও আল্লাহর কাছে দোয়া করি ।
বিষয়: বিবিধ
৪৩৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একেএম নাজির আহমদ সাহেবের মত মানুষের খুব অভাব অনুভব করছি এখন ।
সালাম আজাদী ভাই, আপনার নেক হায়াতের জন্যও আাল্লাহর কাছে দোয়া করছি ।
শ্রদ্ধেয় আবুল আসাদ সাহেবের জন্য দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ রাব্বুল আলামীন উনার সর্বাঙ্গীন সহায় হোন। আমীন।
জ্ঞানদায়ী, ছায়াদায়ী এক বৃক্ষ যেন কালবৈশাখী ঝড়ে এক লহমায় ভূমিস্যাৎ হয়ে পড়ল ।
একদিন তাঁর সাথে কয়েক ঘন্টা সময় কাটানোর সুযোগ হয়েছিল। সে এক দূর্লভ মহুর্ত! কি প্রজ্ঞা, কি আমল আর জ্ঞানের কি গভীরতা যে দেখেছি, তা বলে শেষ করতে পারব না। স্বল্পবাক এ মানুষটির বড় প্রয়োজন ছিল এ সময়। আল্লাহই সবচেয়ে বেশি প্রজ্ঞাবান। আমরা তাঁর উপরেই এ বিপদের মহুর্তে নির্ভর করছি। তাঁর কাছেই সাহায্য চাচ্ছি।
মন্তব্য করতে লগইন করুন