দোয়ার প্রার্থনা করছি

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৮ জানুয়ারি, ২০১৪, ১২:৩১:৩৫ রাত

আমাদের জাতি, সমাজ, দেশ, সংস্কৃতি, জাতিস্বত্ত্বা ও সার্বভৌমত্ব শুধু হুমকির মুখেই নয় বরং তা কোথায় বা কোন কিনারায় অবস্থান করছে তা ভাষায় ব্যাক্ত করার মত শক্তি কারও আছে কি না, তা আমার জানা নেই।

তার সবার সমীপে আকুল আবেদন, আপনারা আল্লাহর নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদেরকে রক্ষা করেন।

তিনি ব্যতীত রক্ষা করার মত কেউ নেই।

সবার নিকট আরো আবেদন করি, আপনারা প্রতি নামাযের শেষে, রাত্রির শেষ ভাগে এবং দোয়া কবুলের বিশেষ মুহুর্তগুলিতে দোয়ার করতে ভুলবেন না।

হে আল্লাহ! তুমি আমাদেরকে আমাদের সমাজকে , আমাদেরক জাতিকে, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করো। আমীন

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160193
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫২
ভিশু লিখেছেন : হে আল্লাহ! দেয়ালে পিঠ ঢুকে যাওয়া এই মজলুম জাতির মুক্তির করুণ আবেদনটি আপনি মঞ্জুর করুন... Praying
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫১
114727
প্রিন্সিপাল লিখেছেন : আমীন
160215
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৩
শিংমাছ লিখেছেন : অন্যায়, অত্যাচার, জুলুম, রক্তপাত, হানাহানি থেকে বাচতে শান্তির বিকল্প ব্যবস্থা খুজছে বিশ্বের শান্তিকামী মানুষ। কি হতে পারে এই বিকল্প ব্যবস্থা জানতে ক্লিক করুন- http://bit.ly/nH6OMd

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File