"বিশ্বাসের কষ্টগুলো"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৭ আগস্ট, ২০১৩, ০১:৫৫:৩১ রাত
বিশ্বাস টাকে ভঙ্গ করতে নেই
কখনো এভাবে।।
দিনের পর দিন
অবিশ্বাসীদের ভেবে
সময় কাটানো কি
কম কষ্টের?
আমি খুব কম
মানুষকেই বিশ্বাস করতে পেরেছি।
কেননা,
অপাত্রে বিশ্বাস দান
আমার কাছে অপমানের ।।
তারপরেও
আমি বিশ্বাস করেছি
অনেককেই,
যারা এর যোগ্য ছিলনা কখনো।।
কষ্টের পীড়ায়
জর্জরিত আমি।
তবুও
আমাকে চলতে হবে
নিজেকে নিয়ে
অবিশ্বাসীদের এই গণজোয়ারে।।
বিষয়: বিবিধ
১৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন