আগামীকাল নাকি বাঘের খাঁচায় কুকুর সমাবেশের ডাক দিছে! বীর চট্টলার বাঘের বাচ্চারা কোথায়! একটা গর্জন প্রয়োজন!

লিখেছেন লিখেছেন কিং মেকার ২৭ আগস্ট, ২০১৩, ০১:৫৭:৫২ রাত



চট্টগ্রামের চকবাজার, চট্টগ্রাম কলেজ, মুহসিন কলেজসহ আশে পাশের কয়েক কিলোমিটার এলাকা সম্পূর্ন জামায়াত-শিবির অধ্যুষিত, চট্টগ্রাম সরকারী কলেজ মাঠ তথা ঐতিহাসিক প্যারেড মাঠে নাকি আগামীকাল আওয়ামীলগ সভাবেশের ডাক দিয়েছে! এই সেই প্যারেড মাঠ যেখানে উপমহাদেশের সর্ববৃহত তাফসীর মাহফিল হতো যেখানে তাফসীর করতেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, এই সেই প্যারেড মাঠে যে মাঠের আশে পাশে কেউ সিগারেট পান করার সাহস পেতনা, এই সেই প্যারেড মাঠ যার আশে পাশে ছেলেমেয়ে এক সঙ্গে আড্ডা দিতে সাহস করতোনা, এই সেই প্যারেড মাঠ যে মাঠের আশে পাশে কেউ আওয়ামীলীগের সাফাই গাওয়ার সাহস করতোনা। এই সেই প্যারেড মাঠ যে মাঠের আশে পাশের কলেজগুলোতে পুলিশ শিবিরের বিরুদ্ধে ভয়ে গ্রেপ্তার অভিযান চালাতে আসতোনা যদিও আসতো শত শত পুলিশের ফোর্স নিয়ে আসতো, কিভাবে তারা কাল সমাবেশ করার সাহস পায়! বীর চট্টলার বাঘের বাচ্চারা একটা গর্জন চাই।

বিষয়: বিবিধ

১৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File