দুর্বল বিরোধী আন্দোলন!!!!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৭ আগস্ট, ২০১৩, ০২:৫৭:১৯ রাত

বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল বিরোধী আন্দোলন আর দেখা যায়নি ! কোনো সরকার যখন জনবিচ্ছিন্ন হয়ে পরে তখন জনগণ স্বতস্ফুর্ত ভাবে রাস্তায় নেমে আসে তাও আবার সরকারের মেয়াদপূর্তির অন্তত বছর খানেক আগে থেকেই , যা আমরা দেখেছি বিএনপির গত দুই টার্মে ৷ কিন্তু এবার কি দেখছি ? সরকারের মেয়াদ প্রায় শেষ অথচ আন্দোলনের লেশ মাত্র নেই ! শোনা যাচ্ছে অক্টোবরে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পর নাকি বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলবে ! এ যেন খেলার শেষ বাঁশি বাজার পর ফাঁকা মাঠে গোল দেওয়া ! বিএনপির অবস্থা হয়েছে অনেকটা "গায়ে মানেনা আপনে মোড়ল " এর মতো ! গত নির্বাচনে মাত্র ২৮ টা আসন পেয়ে যেখানে তাদের লজ্জায় মুখ ঢেকে রাখার কথা , তা না করে "বেহায়ার" মত মিথ্যাচার আর গলাবাজি করে এমন ভাব-সাব মনে হয় যেনো তারা ২৮০ টি আসন পেয়েছে ! যুদ্ধপরাধীদের বিচারের ফলে জামাত-শিবির-হেফাজতিদের উপর ভর করে সরকার বিরোধী আন্দোলনে মাঠে কিছুটা থাকলেও বিএনপির নিজস্ব আন্দোলন বলতে কিছুই নেই ! মাঠ পর্যায়ে বিএনপি যে কতোটা অন্ত:স্বার শূন্য তার প্রমান আমরা পাই যখন তাদের তথকথিত আপসহীন নেত্রী চোখের জ্বলে কেন্টনমেন্টের বাসা ছেড়ে অন্যত্র চলে যান ! তখন কোথায় ছিলো বিএনপির গলাবাজ নেতা আর কর্মীরা ?

আসলে বর্তমান সরকারের আমলে দেশের যা উন্নতি হয়েছে তাতে সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো ইসু পাচ্ছেনা বিএনপি নেতৃত্তাধীন বিরোধী দল ৷ দেশের আপামর মানুষ আজ ভালো আছে , শান্তিতে আছে , শুধু ভালো নেই বিএনপি-জামাত গোষ্ঠী ! বর্তমান সরকারের যুগান্তকারী "ডিজিটআল নেটওয়ার্কের" সুবিধা নিয়ে বিএনপি-জামাত সরকারের বিরুদ্ধে "ডিজিটাল অপপ্রচার" চালাচ্ছে ! কিন্তু দেশের স্বচেতন মানুষ তা ধরে ফেলেছে , তাই বিরোধী দল নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ পরিহার করে অশুভো পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে ! তারা আর একটি লতিফুর রহমানের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে "ইলেকশন ইঞ্জিনিয়ারিং" এর জন্য ! কিন্তু তাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নই থাকবে ! সুবিধা বঞ্চিত কিছু আওয়ামী বিদ্বেষী সুশীল টক-শোতে অনবরত সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে "ম্যাডামের" দৃষ্টি আকর্ষণের জন্য , এই গেয়ান পাপী সুশীলদের দেখলে রাস্তার কাক ও দলবেধে "কা , কা " করে ওঠে ! তার পরে ও এদের লজ্জা সরম নেই , "কিছু না পাওয়ার" অন্তর জ্বালায় ভুগে এরা আজ পাগল প্রায় ! এরা ভালো করেই জানে বিরোধী আন্দোলনে কোনো "জোশ " নেই , "নখ-দন্তবিহীন" বিরোধী দল দিয়ে বর্তমান সরকারকে পরাভূত করা যাবেনা ! স্থানীয় নির্বাচনের ফলাফলকে জাতীয় নির্বাচনের ফলাফল বলে প্রচার করে ওরা মনে মনে সুখ পাচ্ছে ! কিন্তু সরকারের সঠিক সময়ে সত্য প্রচারে বিরোধীরা আজ কোনঠাসা , দিশেহারা ! "অধিকারের অপপ্রচার আর "ইউনুস সেন্টারের " আন্তর্জাতিক লবিং এ কোনো কাজ হচ্ছেনা ! তাই বলছিলাম এমন দুর্বল বিরোধী আন্দোলন দেশের মানুষ পূর্বে কখনো দেখেনি !!

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,

বিষয়: রাজনীতি

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File