আদিলুর রহমানের মুক্তির দাবীতে পিটিশন সাক্ষর চলছে। আমি করেছি, আপনিও করুন।
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১২ আগস্ট, ২০১৩, ০৪:০৫:৩৮ রাত
মানবাধিকার সংগঠন “অধিকার” এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে শনিবার অধিকারের কার্যালয় থেকে গ্রেফতার করেন।
এরিমধ্যে মহাবিজ্ঞ আদালত পাঁচদিনের রিমান্ডও মঞ্জুর করে ফেলেছেন।
ওনাঁর অপরাধ গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের হত্যাজজ্ঞ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছেন। দেশের মুক্তমনা মানুষের উপর এহেন আচরণ নিঃসন্দেহে রাষ্ট্রীয় সন্ত্রাস বলেই অনেকেই মনে করেন।
আদিলুর রহমানের মুক্তির দাবীতে পিটিশন সাক্ষর চলছে, আমি করেছি, এবার আপনার পালা।
জানি, আমাদের এই দাবী থোড়াই কেয়ার করবে সরকার। তবুও ক্ষতি কি? এভাবে আর কত নিরাপরাধ মানুষ সত্য বলার এবং মজলুমের পক্ষে নিতে গিয়ে নির্যাতিত হবেন?
সাক্ষর করতে নিচের এই লিন্কে ক্লিক করুন।
http://www.avaaz.org/en/petition/Bangladesh_Release_Human_Rights_Defender_Immediately/?cOndnfb
বিষয়: বিবিধ
২৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন