মিতা হক ঘোমটা খুলিয়া কপালে টিপ দিয়ে প্রমান করিল সে বাঙালী

লিখেছেন লিখেছেন তারিক আলাম ১২ আগস্ট, ২০১৩, ০৬:৩৬:৫৫ সকাল

কাদম্বিনী মরিয়া প্রমান করিল সে মরে নাই,

মিতা হক ঘোমটা খুলিয়া কপালে টিপ দিয়ে প্রমান করিল সে বাঙালী

মিতা হকের কথা শুনে, অনেক দিন পরে আবার কলম হাতে নিয়ে বাংলাদেশের চলমান ঘটনার উপর লিখতে বসলাম। আমি গত দুই মাস "অনলাইন মিডিয়া স্ট্রাটেজি - Online Media Strategy নামে একটা ব্লগ চালু করে সেখানে Internet Marketing, Social Media Strategy ইত্যাদি নিয়ে আলোচনা করছি। এটা আপাতত গ্লোবাল ফোকাস, তবে বাংলাদেশের উদ্দেশ্যে যখন কাজ শুরু করবো, তখন সামষ্টিক সফলতার জন্য আপনাদের পরামর্শ ও সহযোগিতা লাগবে।

যাই হোক, মিতা হকের কথার সূত্র ধরে -

"সংস্কৃতি ও বিশ্বাস :

এক বা একাধিক মানুষের বিশ্বাসের সংমিশ্রনের মাধ্যমে কার্যের বহিঃপ্রকাশ হলো সংস্কৃতি। প্রাণী হিসেবে মানুষ বেচে থাকার (প্রাকৃতিক পরিবর্তেনর কারনও এর অন্তরভুক্ত) বাহিরে যা করে তা সবই তার বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত এবং এই সকল কার্যকলাপের বাহ্যিক রূপই হলো সংস্কৃতি। মানুষের খাওয়া-দাওয়া (বেচে থাকার জন্য ছাড়া), চলা-ফেরা, লেখা-পড়া, চাল-চলন এই সকল কিছুই সংস্কৃতির অংশ। সমাজের সকল রীতিনীতি বিশ্বাসের উপর ভিত্তি করে তাই সমাজের সব রীতিনীতিই সংস্কৃতির মধ্যে পরে।

সংস্কৃতির ভালো-মন্দ এবং সঠিক-ভুল ইত্যাদি উপাদানে বা বিশেষণে বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ সংস্কৃতির ভালো-মন্দ এবং সঠিক-ভুল বলে কিছু নেই। সংস্কৃতির যদি ভালো-মন্দ এবং সঠিক-ভুল খুজতে যাই, তাহলে সংস্কৃতি যে বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরী সেই বিশ্বাসকে বা বিশ্বাসগুলোকে বিশ্লেষণ করতে হবে। বিশ্বাসের ভালো-মন্দ এবং সঠিক-ভুল আছে, সংস্কৃতির নেই। সংস্কৃতি গতিমান এবং এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন বিশ্বাসের মানুষের সংমিশ্রনে এসে। বিশ্বাসের প্রতিস্থাপন হয় কিন্তু সংস্কৃতির কোনো প্রতিস্থাপন নেই, এটা শুধু পরিবর্তন ও পরিবর্ধন হয়। "

আমাদের দেশে অনেক সংস্কৃতি ব্যক্তি যারা দীর্ঘ দিন ধরে TV ও সংস্কৃতি জগতে ঘুরে বেড়ান তাদের পরিভাষায় মেয়েদের ঘোমটা ছাড়া কপালে একটা বড় টিপ দিয়ে কোনো ঘটনার আগে সুখে বা দুঃখে প্রদীপ জ্বালানোকে বাঙালী সংস্কৃতি বলে মনে করেন। আর এটা যদি কারো সংস্কৃতি হয় তবে সেটা যে বিশ্বাসের উপর ভিত্তি করে হোক না কেন, সেটা ইসলাম ধর্মের বিশ্বাস হতে পারেনা। তারা মূলত বাঙালী সংস্কৃতি বলতে হিন্দু বাঙালী সংস্কৃতি বুঝেন। সংস্কৃতি যে পরিবর্তনশীল এই মহাসত্য তারা বুঝতে অক্ষম। বাংলাদেশের ৯০ শতাংশ মুসলমানের ধর্মীয় বিশ্বাসের সাথে মিশে বাঙালী সংস্কৃতি যে পরিবর্তন হয়ে হিন্দু বাঙালি সংস্কৃতির সীমানা ছাড়িয়ে এক নতুন সংস্কৃতিতে এগিয়ে এসেছে - এটা উপলব্ধি করতে তারা অক্ষম। তারা রাত কানা মানুষের মত সংস্কৃতি কানা, অর্থাৎ উনাদের সংস্কৃতির ভিতরে কোনো পরিবর্তন চোখে পরেনা। ২৪ বছর পূর্ব বাংলা ও ৪২ বছর স্বাধীন বাংলাদেশের ধারাবাহিকভাবে পরিবর্তীত সংস্কৃতিই বাংলাদেশের মানুষের বর্তমান সংস্কৃতি। পেছনে ফেরার কোনো পথ নেই ..এই সংস্কৃতি শুধু পরিবর্তিত হয়ে সামনেই বহমান হবে...

Tariq Alam

Internet Marketing Strategist and Consultant

Toronto, Canada

“It is important to understand online marketing environment holistically rather than just focus on learning new tools and techniques every day.”

http://www.onlinemediastrategy.net/

Join my Social Network Sites

https://www.facebook.com/alamtariq

http://www.linkedin.com/in/alamtariq

https://twitter.com/alamtariq

https://plus.google.com/u/0/106516202100751300417/

বিষয়: রাজনীতি

২২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File