একটি সমাজের আর্তনাদ - পরিবর্তন চাই
লিখেছেন লিখেছেন তারিক আলাম ২৭ আগস্ট, ২০১৩, ০৮:৪৩:৫২ সকাল
অন্যায় আর অবিচারেরে শিকলের টানে আমার মাথা বাঁকা হয়ে গেছে
আজ অবিচারও আমায় দেখে উপহাস করে
আমি সুবিচার চাই, আমি পরিবর্তন চাই
কোথায় সে সততার মাথা যে ন্যায়বিচারের দাবিতে শিকল ছিড়বে ।
নির্যাতন ও নিষ্ঠুরতার ভয়ে আমার মুখ বন্ধ হয়ে গেছে
আজ নিষ্ঠুরতাও আমায় দেখে বিদ্রুপ করে
আমি প্রতিবাদ চাই, আমি পরিবর্তন চাই
কোথায় সে প্রতিবাদী মুখ যে জুলুমের বিরুদ্ধে গর্জে উঠবে ।
হানাহানি আর মূল্যবোধের অবক্ষয়ে আমার হৃদয়ে পচন ধরেছে
আজ বিবেকও আমার সাথে থাকতে চায়না
আমি মূল্যবোধ চাই, আমি পরিবর্তন চাই
কোথায় সে জাগ্রত বিবেক যে মূল্যবোধের অবক্ষয় ও অপকর্মকে দংশন করবে ।
দুর্বৃত্তায়নের রাজনীতির ছলনায় আমার হাত বাধা হয়ে আছে
আজ ছলনাকারীরাও আমায় দেখে ব্যঙ্গ করে
আমি অধিকার চাই, আমি পরিবর্তন চাই
কোথায় সে বিপ্লবী হাত যে জবাবদিহি রাষ্ট্র ব্যবস্তার জন্য সংগ্রাম করবে ।
অর্থনৈতিক বৈষম্যের যাতাকলে পিষ্ট হয়ে আমার পা ভেঙ্গে গেছে
আজ বৈষম্যও আমায় দেখে অট্ট হাসি দেয়
আমি সুষম বন্টন চাই, আমি পরিবর্তন চাই
কোথায় সে শক্তিশালী পা যে শোষণের যাতাকল ভেঙ্গে সুষম উন্নয়নের পথ করবে ।
বিবর্ণ বর্তমান ও কুয়াশাছন্ন ভবিষ্যতে তাকিয়ে আমার দৃষ্টি এলোমেলো হয়ে গেছে
আজ ভবিষৎও আমাকে অতীতে নিয়ে যায়
আমি দূরদৃষ্টি চাই, আমি পরিবর্তন চাই
কোথায় সে আলোকিত দৃষ্টি যে আধারকে ভেদ করে শান্তি ও সুন্দর ভবিষৎ দেখাবে
বিষয়: রাজনীতি
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন