সায়াটার্স ইনভার্সাস

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৬ এপ্রিল, ২০১৪, ০২:০৯:২৮ রাত

মেডিক্যাল সায়েন্সের একটা টার্ম হচ্ছে সায়াটাস ইনভার্সাস ! যার মানে শরীরের ভিতরের সবকিছু উল্টো দিকে থাকা যেমন হার্ট ডান দিকে লিভার বামদকে!

নিশ্চয়ই এটা একটা সমস্যা তাই না ?

না আসলে এটা বরং সুবিধা একটা(আমার দৃষ্টিতে! ) কোন সন্ত্রাসী যদি হার্ট বরাবর গুলি করে এই লোক কিন্তু মরবে না?

কিছুদিন আগে স্যার এই ধরনের একজন রোগীকে দেখালেন। শুভ্র দাড়িতে শোভিত মুখ। কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই খুব আপন মনে হয়। এই চাচাকেও তেমন মনে হল। দুই একটা প্রাথমিক পরিচয় শেষে দেদারসে পরীক্ষা করা শুরু করলাম। বাম দিকে লিভার পেলাম অনেক শক্ত আর বড়। ভাবলাম সুস্থ্য রোগীর এটা আবার কি? একটু কেঁপেও উঠলাম।

চাচা আপনার কি হয়েছে?

জানি না বাবা।

আমি দ্রুত চোখের জল মুছে সোজা ক্লাস রুম থেকে ওয়ার্ডে গেলাম। সায়াটাস ইনভার্সাসের প্রথম রোগী পাওয়া টাই মাটি হয়ে গেল। লিভারে হাত লাগাতেই বুঝে গেছি লিভারটা ক্যান্সার আক্রান্ত।

হে আল্লাহ থিওরীতে পড়ে অনেক সময় সায়াটাস ইনভার্সাস দেখতে চেয়েছিলাম কিন্তু আমাদের জীবনটাই তো সায়াটাস ইনভার্সাস! ওই চাচার সংগে প্রথমে যে দুএকটা কথা হয়েছে তা হলো

চাচা কেমন আছেন?

এই তো ভালো শুধু এই বামদিকে বুকের নীচে ভারী ভারী লাগে

চাচা কি করেন?

বাবা অন্যের কাজ করি তবে আর করব না বাবা ছেলেটার একটা বড় চাকরী হয়েছে এখন সে বলছে বাবা তোমাকে আর কাজ করতে হবে না।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203117
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩৯
ভিশু লিখেছেন : আমাদের জীবনটাই তো সায়াটাস ইনভার্সাস! - বড় চিন্তা করার কথা বলেছেন! চাচাটির জন্য মায়া হচ্ছে!
ভাইয়া, আপনি এত সুন্দর লিখতেন এবং বেশ নিয়মিতই! কিন্তু এখন বেশি দেখছিনা যে? Sad অনেক আশা রইলো রেগুলার হবেন, ইনশাআল্লাহ...Praying Happy Good Luck Rose
203132
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৫
egypt12 লিখেছেন : আল্লাহর দুনিয়া রহস্যে ভরা! :(
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৩
152552
ডাঃ নোমান লিখেছেন : অনেক রহস্যে ঘেরা। স্রষ্টা বোধহয় ইচ্ছে করেই রহস্যগুলো দিয়েছেন যাতে বুদ্ধিমানেরা চিন্তা করতে পারে।
203195
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ নামটির জন্য। অনেক গোয়েন্দা গল্পেই এধরনের উল্টা থাকার কথা পড়েছি কিন্তু এর বৈজ্ঞানিক নামটি প্রথম জানলাম। তবে ঘটনাটি পরে দুঃখ পেলাম।
203333
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ নামটির জন্য। অনেক গোয়েন্দা গল্পেই এধরনের উল্টা থাকার কথা পড়েছি কিন্তু এর বৈজ্ঞানিক নামটি প্রথম জানলাম। তবে ঘটনাটি পরে দুঃখ পেলাম।
206513
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৯
ডাঃ নোমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File