১০ বছর পর হয়ত এভাবেই কোন এক পথে...!
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৬ এপ্রিল, ২০১৪, ০৩:১৭:০৯ রাত
তুমি থাকবে ওপারে...
আমি পথের এপারে...
তুমি তাকাবে আমার দিকে...
আমিও তাকাব তোমার দিকে...
তুমি বলবে ভাল আছো?
আমি বলব বেচে আছি...
তুমি বলবে বদলাওনি তো...
আমি বলব বদলে গেছো...
তুমি বলবে অনেক দিন পর...
আমি বলব তা বোধহয় হবে...
তুমি বলবে বিয়ে করেছ?
আমি বলব না, দেখেই বুঝে নেব শুধু...
আমি বলব কতদিন হল?
তুমি বলবে বছর চারেক হল...
আমি বলব ভাল আছ নিশ্চই?
তুমি বলবে না কিছুই, কপালে হতাশার মেঘ জমবে...
এরিয়ে যাবে ব্যাথার সাতার জলে...
তুমি বলবে আর কি হবে জেনে?
আমি বলব সুখে আছতো?
তুমি বলবে সুখ খুজিনা আর...
তুমি বলবে কোথায় চলেছ?
আমি বলব পথ যেখানে শেষ...
তুমি বলবে তারা আছে? যাবে কতদূর?
আমি বলব আপাতত গন্তব্য অচীনপুর...
তুমি বলবে আবার দেখা হবে কবে?
আমি বলব হয়ত এভাবেই কোন এক পথে...!
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন