কুত্তা কুত্তা কামড়া কামড়িঃ চবিতে আ’লীগ নেতার গলায় ছাত্রলীগের জুতার মালা......বলেন "জয় বাংলা"

লিখেছেন লিখেছেন নানা ভাই ০৬ এপ্রিল, ২০১৪, ০১:১৭:৩২ রাত



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নাসির হায়দার বাবুলকে মারধর করার পর গলায় জুতার মালা পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলমের স্মরণসভায় যোগ দেয়ার জন্য ক্যাম্পাসে আসেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। এরপরই অনুষ্ঠানে আসেন নাসির হায়দার বাবুল। গাড়ি থেকে নামামাত্রই মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির অবাঞ্ছিত সভাপতি মামুনুল হককে লবিং করে সভাপতি বানিয়েছিলেন নাসির হায়দার বাবুল। পরের কমিটিতে ফের এমন দু’জনকে সাধারণ সম্পাদক বানানোর চেষ্টা করেন তিনি। যারা প্রায় দুই বছর ধরে ক্যাম্পাসেই ঢুকতে পারছেন না। মূলত ওই ঘটনায় ক্ষিপ্ত হয়েই বাবুলকে জুতার মালা পরানো হয়।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

নাসির হায়দার বাবুল এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, যারা এ কাজ করেছে তারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে না। তাদের কোনো আদর্শ নেই।

জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।

Click this link

বিষয়: রাজনীতি

১১৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203101
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জুতার মালায় সুন্দর দেখাচ্ছে
Tongue
০৬ এপ্রিল ২০১৪ রাত ০২:৩৫
152496
নানা ভাই লিখেছেন : বিনা পয়সার বিনুদুন।Tongue
203136
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০২
আবু আশফাক লিখেছেন :
203147
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৪
মাটিরলাঠি লিখেছেন : জুতামালার পাশে দেখি পুলিশও দেখা যাচ্ছে...
203163
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : জুতার মালায় সুন্দর দেখাচ্ছে
203169
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৯
দ্য স্লেভ লিখেছেন : লোকটা মামলা করুক আর হত্যা করুক....ইজ্জত যা যাবার তা গেছে। হাসি হাসি মুখে চুতোর মালা বরন করা দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। পুলিশও বোধহয় বিনোদিত...
203171
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : আয় ছেলেরা আয় মেয়েরা দেখবি যদি আয়,
জুতোর মালা গলায় ভাদা দাদার বাড়ী যায়।
203334
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File