আমায় মনে পড়বে
লিখেছেন লিখেছেন মাহবুব রহমান ২৯ মে, ২০১৩, ০৯:৩৫:৩৯ সকাল
আমায় মনে পড়বে
নি:সঙ্গ দুপুরে, পড়ন্ত বিকালে,
ফুল ফোটা, সুর্য ওঠা, পাখি ডাকা
হৃদয় ছোয়া সোনালী আকাশে।
নি:সঙ্গ দুপুরে, পড়ন্ত বিকালে
যখন হিমেল হাওয়া তোমাকে স্পর্স করবে
তখন আমায় মনে পড়বে।
যখন একলা বসে আপন মনে
দীঘির কালো জলে একান্ত গোপনে
চাইবে তোমার পানে,
তখন তোমার মাঝে, আমায় তুমি দেখবে।
ভুল করে জলে হাত দেবে আমায় ভেবে
তখন আমায় মনে পড়বে
শুধু আমায় মনে পড়বে।
বিষয়: বিবিধ
১৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন