প্লিজ বঞ্চিত করবেন না. . . . .
লিখেছেন লিখেছেন মাহবুব রহমান ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৪৭:৫৩ দুপুর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.
আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভাল আছেন. কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে টুডে ব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে তাই অনেকেই আমার মতো প্রক্সি সারভার ব্যবহার করে ব্লগিং অব্যাহত রেখেছেন. তবে প্রক্সি সারভারের মাধ্যমে ঢুকতে ও মন্তব্য করতে সমস্যার শেষ নেই. তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ভাল ভাল ব্লগারের লেখা পড়তে, গঠনমূলক মন্তব্য ও মন্তব্যের জবাব দিতে পারছিনা.
মোবাইলের মাধ্যমে ব্লগিং করি তাই সবসময় লগইন করতে পারিনা আর সেকারণে সবার লেখা পড়তে পারিনা কিন্তু আমি ভাল মন্দ সকল লেখা পড়ে আমার ঙ্গানের পরিপক্কতা অজন করতে চাই. আমার এ ইচ্ছার বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই প্রত্যাশা করছি যে আপনি / আপনারা কোনো নতুন লিখা পোষ্ট করলে অবশ্যই আমাকে পড়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠাবেন. তাহলে যখনই লগইন করবো আপনার লিখাটি পড়ে নিব.
যে সকল ব্লগার আল্লাহ, রাসুল ও ইসলাম নিয়ে কুটুক্তি করেন আমি তাদের লিখা পড়তে চাইনা তাই দয়া করে তারা রিকোয়েস্ট পাঠাবেন না.
দোয়া করি টুডে ব্লগ ইসলামের জন্য একটি বিশ্ববিদ্যালয় হিসেবে পতিষ্ঠা লাভ করুক.
সকলের সুসাস্থ্য কামনা করছি. ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোন শিক্ষার অধ্যায়ে.
আল্লাহ হাফেজ.
বিষয়: বিবিধ
১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন