Rose Rose Rose তুমি একজন নারী Rose Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুব রহমান ২৭ জুলাই, ২০১৩, ১২:৫০:২১ দুপুর

তুমি কন্যা-স্ত্রী-মা

সর্বপরি তুমি একজন নারী

তোমরা যেন সমাজের বাতিল হাড়ি।

কেননা তোমরা চিরদিনই নির্যাতিতা

অবহেলিতা বান্ধিতা।

পৃথিবীর অবস্থান বদলালেও

বদলায় নাই তোমাদের অবস্থান।

কোন দিনও কারো মালিক হতে পারো নাই।

পারো নাই এক গোছা চাবীর অধিকারী হতে।

অনেক সংগ্রাম বাধা অতিক্রম করে

বাবার রক্তে ভেজা পরিশ্রমে

পড়ালেখা করেছো শেষ

অর্থ উপার্জন ও করো নিজে।

তারপর ও তোমার বাবার দায়িত্ব থেকে যায়

কোন সু-পাত্রের হাতে সপে দেওয়ার।

এতো কিছুর পরেও-

লাখ খানেক টাকা, স্বর্ন অলংকার আসবাব সামগ্রী

দিতে হয় তোমাকে দেওয়ার আগে

সু-পাত্রের হাতে।

কিন্তু কেন-?

তোমাদের কি কোন যোগ্যতা নেই

কোন মূল্য নেই এই সমাজের কাছে

এটাই আমার প্রশ্ন

এই সমাজের কাছে।

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File