তুমি চলে যাবে.......
লিখেছেন লিখেছেন মাহবুব রহমান ২৯ জুলাই, ২০১৩, ০৫:১৪:০৯ সকাল
তুমি চলে যাবে, যাবেই তো..
সময় আর মনের টানে।
যতোদূর যাও তুমি রেখ মনে
দেওয়ানা এ বন্ধন ছিন্ন করে।
তুমি চলে যাবে
যাবেই তো, সময় আর জীবনের প্রয়োজনে,
যাবার বেলায় তোমার সাজানো
পুষ্পান্দুলি থেকে
একটি ফুল দিয়ে যেও;
যে ফুল থেকে হাজার ফুল জন্ম নিবে।
তুমি চলে যাবে, যাবেই তো
সময় আর প্রকৃতির ডাকে।
তোমার আগামীর জীবন যেন...
শরতের মত চির সবুজ হয়ে থাকে।
বসন্তের বাতাস যেন অনন্তকাল
তোমার অন্তরে প্রবাহিত হয়।
বর্ষার নদী-নালার মত আনন্দের স্রোত..
আজীবন যেন বইতে থাকে।
তোমার জীবন বসন্তের ফুলের মতো বিকশিত হোক,
বর্ষা প্লাবণের মত পরিপূর্ণ্ হোক।
মহানবী সা: এর জীবনাদর্শের মাধ্যমে
তোমার জীবন হোক সুন্দর থেকে সমুজজ্বল।
.
.
.
.
জিহাদ ফি-সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন ফরজ (পর্ব: ০৩) এখানে........
.
.
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন