Rose কুরআন ও সুন্নাহ্ ভিত্তিক লেখা একটি অসাধারণ বই---

লিখেছেন লিখেছেন মাহবুব রহমান ৩০ আগস্ট, ২০১৩, ১০:৩৪:৩৪ সকাল

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমরা যারা ইসলামের অনুসারী তাদের অধিকাংশরাই ইসলামের বিধি-বিধান জেনে থাকি বাপ-দাদা, মসজিদের ঈমাম, ইসলামী চিন্তাবিদ বক্তার বক্তব্য বা সমাজের মুরুব্বীদের কার্যকলাপ থেকে আর সে অনুযায়ীই আমল করি। আর এর মধ্যে কোন আমলটা সঠিক আর কোনটা ভুল তা অনেকেই জানিনা কিন্তু নেকির আশায় যুগ যুগ ধরে সেই আমল করে চলেছি। তাছাড়া এশিয়া মহাদেশে মাযহাব ভিত্তিক ইবাদতের তারতম্যের কারনে আমার মতো সাধারন ইসলামের অনুসারীরা সব সময় দ্বিধা-দন্দে থাকে কোন আমলটি সঠিক। ছোট বেলায় মক্তবে ফরজ, সূন্নাত, নফল নামাজের নিয়ত মুখস্ত করতেই কয়েক মাস পার করেছি আর এ নিয়ত পড়তে গিয়ে কতোদিন যে জামায়াতের প্রথম রাকায়াত মিস হয়েছে তার হিসেব নেই। কিন্তু একটা সময় জানলাম এই ধরনের নিয়তের কোন ভিত্তিই নাই। আমীন জোরে পড়া বা আসতে পড়া নিয়ে মুরুব্বিদের তর্ক কম দেখিনি! বেতের নামাজ কেউ তিন রাকায়াত বা কেউ এক রাকায়াত পড়তো। দোয়া কুনুত কেউ হাত বেধে আর কেউবা মোনাজাতের মতো হাত তুলে পড়তো। যারা আট রাকায়াত তারাবিহ পড়ে মসজিদ থেকে বের হতো তাদের দিকে অন্যরা এমন দৃষ্টিতে তাকাতো যেন এরা মস্তবড় কোন অন্যায় করছে। সামনের কাতারে দাড়ালে মুরুব্বিরা বলতো তোমরা পিছনের কাতারে যাও ছোটদের সামনের কাতারে দাড়াতে হয়না। এরকম অসংখ্য বিষয় আছে যা আমার মোটেও ভাল লাগতোনা, মনের মধ্যে বার বার প্রশ্ন জাগতো কোনটা সঠিক? অক্ষর জ্ঞান থাকা সত্ব্যেও সে ধরনের বই পায়নি যা পড়ে আমার প্রশ্নের জবাব খুজবো। মসজিদের ইমাম বা সমাজের অন্যান্য শিক্ষিতরা যা বলতো তা নিজেদের মাযহাবের বিশ্বাসের বাইরে কখনোই যেতেননা তাই সেখান থেকেও সঠিক বিষয়টি জানার সুযোগ হতোনা। বাসায় বা মসজিদে যে সকল বই থাকতো তার অধিকাংশ বই মাযহাব ভিত্তিক লেখা যেখানে সকল বিষয়ে আলোচনা থাকতোনা। আর সে সময় বোখারী, মুসলিম, তিরমিজি, আবু-দাউদ এ সকল হাদিসের বই যেমন পাওয়া সহজ সাধ্য ছিলোনা ঠিক তেমনি ঐসকল হাদিসের বই পড়ে সঠিক জ্ঞান অর্জনের মতো শিক্ষাও ছিলোনা। আমার এমন একটি বইয়ের প্রয়োজন ছিলো যেখানে কোরআন-হাদীসের ভিত্তিতে বিস্তারিত সহজ ভাষায় আলোচনা থাকবে যা পড়ে সঠিক আমলটি করতে পারি। কিন্তু সে সময় ঐরকম বই পাইনি আর থাকলেও আমার আয়ত্তের বাইরে। তাই বাধ্য হয়েই মুরুব্বিদের অনুকরণ করেই নামাজ রোজা করেছি।

আজ এমন একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই যা আধুনিক বিশ্বে ইসলামের অনুসারী সকলের জন্য কুরআন ও সুন্নাহর ভিত্তিতে লেখা ইসলামের বিধি-বিধান ও মাসায়েলের গাইড লাইন। যা পড়লে আমার মতো সাধারণরা ইসলামের বিধি-বিধান খুব সহজেই বুঝতে পারবে। হয়তো অনেকে বইটি পড়েছেন তবুও শেয়ার না করে পারলামনা।



বইয়ের নাম: Rose Rose ফিক্হুস্ সুন্নাহ্ Rose Rose

মূল লেখক: সাইয়্যেদ সাবেক

অনুবাদ করেছেন: আকরাম ফারুক ও আবদুস শহীদ নাসিম।

সম্পাদনা: আবদুস শহীদ নাসিম।

প্রকাশক: শতাব্দী প্রকাশনী।

বইটি ১ম, ২য় ও ৩য় খন্ডে প্রকাশিত হয়েছে।



সংক্ষেপে এ বইয়ের বৈশিষ্টসমূহ:


১. এটি কোন মাযহাব ভিত্তিক ফিকহ্ গ্রন্থ নয়।

২. এটি দলিল ভিত্তিক ফিকহ্ গ্রন্থ।

৩. শরয়ী বিধি বিধান আলোচনার ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট স্বব্যাখ্যাত আয়াতসমূহ উল্লেখ করা হয়েছে।

৪. বিধান আলোচনার ক্ষেত্রে দ্বিতীয়ত রসূলুল্লাহর সা.-এর সংশ্লিষ্ট সুন্নাহ্ উল্লেখ করা হয়েছে। উদ্ধৃত করা হয়েছে সে সংক্রান্ত হাদিস সমূহ।

৫. সাহাবায়ে কিরামের আছার উল্লেখ করা হয়েছে।

৬. ইজতিহাদ কিয়াস এবং ব্যাখ্যা সাপেক্ষ আয়াত ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তাবেয়ী ও তাবে তাবেয়ী মুজতাহিদগণের ব্যাখ্যা ও মতামত উল্লেখ করা হয়েছে।

৭. পরবর্তীকালের মুজতাহিদ ফকীহ্গণের মতামত উল্লেখ করা হয়েছে।

৮. বিভিন্ন মাযহাবের এবং মাযহাবের ইমামগনের মতামত উল্লেখ করা হয়েছে।

৯. যেসব ক্ষেত্রে প্রযোজ্য ও প্রাপ্ত হয়েছে, বিভিন্ন ইসলামী আদালতের রায় ও পর্যবেক্ষণ উল্লেখ করা হয়েছে।

১০. কোথাও কোথাও অগ্রাধিকারযোগ্য মত ও পথের নির্দেশনা দেয়া হয়েছে।

সার্বিক বিবেচনায় এই গ্রন্থখানা সাধারণ মুসলিম, আহলুল হাদিস, আহলুর রায় এবং বিভিন্ন মাযহাবের মুকাল্লিদ (অনুসারী)- সকলের অনুসরণযোগ্য এক অসাধারণ বই।

ইসলামের শরিয়তের বিশুদ্ধ ও সঠিক অনুসরণের জন্যে সকল শিক্ষিত মুসলিমদেরই গ্রন্থখানা পাঠ করা প্রয়োজন এবং সকলের ঘরে ঘরে থাকা প্রয়োজন মনে করছি।

আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করা ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুণ। আমীন

বিষয়: বিবিধ

৩৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File