ফেলানী বলছে
লিখেছেন লিখেছেন বাঘা ওসমান ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৪৬:২৯ দুপুর
ফেলানী শুধু কাঁটাতারে ঝুলন্ত লাশ নয় ।
ও , ভারতীয় দানবের নগ্ন শিকার ।
ও সাক্ষী , নির্মমতার ,
ও বলছে এ কেমন আমার বিচার ।
মোর চিৎকারে কেঁপেছে সেদিন
গোটা দুনিয়া ,
বুঝি শোনেনি শুধু
মনমোহন ওরে মমতা ।
বিচারের নামে প্রহসন
দেশের দালালী এর কারণ
ও হাসিনা করবো না ক্ষমা
বলছি ফেলানী আমি ।
তোমার প্রীতির বলী
আজ শত বাঙ্গালী ।
আফসোস , বেকসুর খালাস
আজ মোর খুনি ।
ধিক , হে জাতি কেমনে বইছ
মোর লাশের বোঝা ।
ঝুলে আছি তোমাদের শেষ কাঁধে
সাক্ষী আমি , ওরা জয়ী
পরাজিত মোর মাতৃভুমি ।।
বিষয়: বিবিধ
৮৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন