মনের জ্বালা

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৯ মে, ২০১৩, ০৯:৩০:০৫ সকাল

তোমার জন্য সাজিয়ে রেখেছি

এক পাটি জুতার মালা,

যেদিন পরাবো তোমার

মিটবে মনের জ্বালা ॥

যাদের ঘাঢ়ে সওয়ার হয়ে

তুমি হও রাজা,

দুষ্টের লালন করে তুমি

তাদের কেন দাও সাজা।

কষ্ট অনেক সয়েছে ওরা

এবার তোমার পালা ॥

বার বার ভঙ্গ কর

যা থাকে ওয়াদা,

মিথ্যে বলতে জাতির সামনে

মুখে তোমার নাই বাঁধা।

সত্যবাদীর মুখে তুমি

নিত্য ঝুলাও তালা ॥

বিষয়: সাহিত্য

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File