তারা সঙ্ক্রান্ত

লিখেছেন লিখেছেন জোনাকি ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২০:১৫ রাত

সকালবেলার সূর্য ছিলো slow.

করতো মনে glow.

অচিন নেশার নাঙ্গা হাওয়া

করতো শুধু blow.

.

সূর্যটা যেই হেল্লো কিছু ডানে।

পাগ্লা হাওয়ার বাণে।

ভেসে গেল সিংহ সময়

বিকেল বেলার পানে।

.

বিকেল-রবি তড়িৎ, দ্রুতগামি!

আকাশ তটে নামি,

সন্ধ্যাতারাও দেয় যে তাড়া

আমি শুধু ঘামি।

.

কয়টা বলো সন্ধ্যাতারা বাকি?

আশায়আশায় থাকি।

হুট করে যেন যায়না নিভে

আমায় দিয়ে ফাঁকি।

বিষয়: সাহিত্য

১১০১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304047
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৭
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো পিলাচ পিলাচ
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৩
245916
জোনাকি লিখেছেন : ধন্যবাদ ভাই ভালো থাকুন।
304051
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো।
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৪
245917
জোনাকি লিখেছেন : কয়টা বলো সন্ধাতারা বাঁকি?
শুভেচ্ছা নিও আপু।
304114
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৪
লজিকাল ভাইছা লিখেছেন : চমৎকার , ছনদ , পড়ে মনটা ভাল হয়ে গেল। অনেক ধন্যবাদ আপু চমৎকার ছড়া-কবিতার জন্য।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৭
246110
জোনাকি লিখেছেন : আপনার কথা শুনে সত্যিই ভাল্লাগছে। ধন্যবাদ ভাই।
306245
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এতই তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি যার -
তাকে ফাঁকি দেয় সাধ্য কার-
সুরুয-চাঁদ কি তারার!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File