নবী তুমি- (স্কুলে পড়তে লিখা)
লিখেছেন লিখেছেন জোনাকি ১২ জানুয়ারি, ২০১৫, ১০:৫৯:০৪ সকাল
নবী তুমি হেরার জ্যোতি
তুমি ফুলের বীথি,
তুমিই আমার সকল কাজের
অনুপম সাথী।
.
তুমি হলে রোদের ছোঁয়া
তুমি সুখের গীতি,
তোমার মাঝে খুঁজে যে পাই
ভালবাসা প্রীতি।
.
তুমি নবী খোদার প্রিয়
তুমি বরনীয়,
সকল যুগে, সকল কালে
তুমিই স্মরনীয়।
(স্কুলে পড়তে লিখিত ও মাগাজিনে প্রকাশিত)
বিষয়: সাহিত্য
১০৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন