পোকামি
লিখেছেন লিখেছেন জোনাকি ২৮ নভেম্বর, ২০১৪, ০৭:২১:৩৩ সন্ধ্যা
আঁচা
ভর করেছে মনে আবার আঁচা
ঘুরে বেড়ায়, সুঙ যে ফোটায় যায় কি করে বাঁচা?
নুন ঘষে আজ খুন হব তাও সুঙ সরানো চাই।
সুঙয়ের হুলে যাচ্ছে জীবন আমার বাঁচা নাই।
.
সাপ
সাপ্টা আবার এলো, দুগ্ধ কলাও খেলো।
যাবার সময় আচ্ছা করে কামড় দিয়েও গেল।
ওঝার মেজাজ যায়না বোঝা, বিষের ব্যথা ঈশ।
প্লিজ ফিরে চাও, মাফ করে দাও এই গরিবের ফিশ।
.
বিচ্ছু
বিচ্ছু আবার ভিজিট দিল, ভাল্লাগেনা কিচ্ছু।
ভুল করে যেই দোর খুলেছি,এলো পিছুপিচ্ছু।
সোনার তালা লাগবে আমার ঘরের দরজায়।
সোনাল কি খুব রাগ করেছে? ক্যম্নে তারে পাই?
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল্লাগ্লো অনেক...
তেলাপোকারটা কই?
থ্যাংকস।
সাদাকালো মন ভরে থাক রঙে অনুক্ষণ।
আর সুন্দর একটা কথার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ...<:-P <:-P <:-P
উত্তরে হয়ত বলবেন, কবিতা বুঝিনা তাইলে আমি কবিতা লিখি ক্যান ?? আমার উত্তর হল-কবিতা না বুঝলে লিখতে মানা, এইটা আপনাকে কে বলল ?? দেশে যারা যে কাজ পারেনা,তারা কি সে কাজ করছে না ???
যাইহোক বহুদিন পোকারকোনো খবর নেই,তাই আসলাম। একটা খাওয়ার কবিতা লেখেন দেখী,,,ক্ষুধা লেগেছে।
ভেজি আছে দুই রূপ।
গার্নিশে পার্মিযান (Parmesan)
আরে বাবা আর কি চান?
মন্তব্য করতে লগইন করুন