প্যারোডি
লিখেছেন লিখেছেন জোনাকি ২৭ নভেম্বর, ২০১৪, ১০:৪১:৩৪ সকাল
১, কালকে হবো সকাল বেলার পাখী।
আজকে না হয় লেপের তলে
ঘুমিয়ে আরও থাকি!
.
২, আজ বৃষ্টি সুখের উল্লাসে
গাছ হাসে ঐ
মাছ হাসে ঐ
ছলছলিয়ে জল হাসে।
.
৩, হাট টিমা টিম টিম
তারা খায় পচা ডিম
তাদের মাথায় ঘিলু ক্ষীণ।
তারা রাজনৈতিক টিম।
.
৪,যদি বই পড়ো গো
আরো সুন্দর হবে গো।
পড়ো পড়ো আরো পড়ো
লাগবে মন্দ নয়,
জীবনেরি স্বপ্ন যদি সত্যি ছুঁতে হয়।
.
৫,ঘোমটা দিয়া চলরে মাইয়া
মুখের পর্দা তুলিছনা
কছম লাগে ফেসবুকে আর
ছবি আপ্লোড করিছনা।
.
৬, আম পাতা জোড়া জোড়া
ওরে আমার ছিঁচকে চোরা,
সিঁদটা পুরা কেটেছে
নিঁদটা চুরি করেছে।
বিষয়: সাহিত্য
১৫৯৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো।
শীতের আগমনীতেই এমন ভাবনা!
সময়োপযোগি সুন্দর প্যারোডি নিয়ে উপস্হিত হওয়ায় অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল!
৫মটা কোন কবিতা বুঝলাম না। তবে সবগুলো বেশ মজাদার। মা'আসসালাম।
ধন্যবাদ ভাইয়া।
সোওও নাইস অফ ইউ
কালকে হবো সকাল বেলার পাখী।
আজকে না হয় লেপের তলে
ঘুমিয়ে আরও থাকি!
এই ভাবে প্রত্যেকদিন সকালে বোললেতো সকাল বেলা কোনদিন ওঠা হবে বলে মনেহয় না
পড়ালেখা কেমনে হবে
আজকের পাখী হবে তুমি
কালকের না।
তারা খায় পচা ডিম
তাদের মাথায় ঘিলু ক্ষীণ।
তারা রাজনৈতিক টিম। অনেক ভালো লাগলো । ধন্যবা.
মন্তব্য করতে লগইন করুন