এই মৌসুমে
লিখেছেন লিখেছেন জোনাকি ০১ নভেম্বর, ২০১৪, ১২:৩৪:০৯ দুপুর
সবুজরা কি ঘুমায় এখন পাখীর সাথে জংগলে?
সকালবেলা নাচবে আবার রোদবাতাসের দংগলে?
মামনি দেখ কাঠবিড়ালী সাতার কাটে মগডালে।
পাতার ফাঁকে লালমুকুলে চুমআঁকে দেখ আবডালে।
.
দেখতো ওমা ঝর্ণাপারে নীলপাখীটা দিলখুলে,
গোসল করে সখির সাথে; পাখনা মেলে দিকভুলে।
বলতো যখন কুয়াশারা খুব সকালে ঢং করে,
ভাল্লাগে কি মেলতে আঁখি? ইচ্ছে ঘুমাই দিন ভরে।
.
ডুবে থাকি ইচ্ছে করে মেঘলা বুনো জ্যোৎস্নাতে,
পাতা হয়ে সবুজসুবোধ হারাই খুশীর রোশনাতে।
কালকে মাগো ভোর হলে পর লালপাখীটার সুর ধরে,
ঝুলবো মাগো রোদের মত ভাসবো হাওয়ায় মন ভরে।
.
বৃষ্টি হলে ভিজবো জলে ঝোপের সাথে বনভূমে,
ডাকবিনা মা ব্যস্ত হয়ে ঘোরলাগা এই মৌসুমে।
বিষয়: সাহিত্য
১২০২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"ডুবে থাকি ইচ্ছে করে মেঘলা বুনো জ্যোৎস্নাতে,
পাতা হয়ে সবুজ সুবোধ হারাই খুশির রোশনাতে।"
সুন্দর হয়েছে!অনেক ভাল লাগা রেখে গেলাম।
আপনার কবিতা সবসময়ই অনন্য লাগে।
শুভেচ্ছা জানবেন অন্নেকগুলো কিন্তু।
হয়ার ইজ তুমি?
ওয়েটিং টিল নাউ ফর অসাম তুমি
১, পাখিয়ালী
২, তুমি
বাট তুমি গেটস ডিলিটেড এন্ড অলসো নট কাম ইয়েট
প্লিজ জোনাকি বু রিরাইট তুমি এগেইন প্লিজ।
নাউ, আই এম সাফারিং ফ্রম সময় সল্পতা। হয়েন আই'ল গেট বেটার আই'ল ওয়ার্ক উইথ 'তুমি'। ওকে! ডিয়ার ব্রাদার, আই এপ্রিশিয়েট ইয়োর আন্তরিকতা ভেরি মাচ।
টেক কেয়ার।
আপনার কমেন্ট ও এমনি সুন্দর যার উত্তর দেয়ার ভাষা নাই।
আপনার কবিতা সবসময়ই অনন্য লাগে।
শুভেচ্ছা জানবেন অন্নেকগুলো কিন্তু।
হয়ার ইজ তুমি?
ওয়েটিং টিল নাউ ফর অসাম তুমি
-- ১, পাখিয়ালী
-- ২, তুমি
বাট তুমি গেটস ডিলিটেড এন্ড অলসো নট কাম ইয়েট
প্লিজ জোনাকি বু রিরাইট তুমি এগেইন প্লিজ
(জাস্ট কিডিং)
সালাম নিয়েন
মন্তব্য করতে লগইন করুন