কেউকাব্য
লিখেছেন লিখেছেন জোনাকি ১২ অক্টোবর, ২০১৪, ০৬:৫৯:৪২ সন্ধ্যা
১, কেউ বা পুষ্প বলে কেউ বলে ফুল।
কেউ আবার বসেবসে মারে শুধু গুল।
কেউ বা ভ্রান্তি বলে ; কেউ বলে ভুল।
কেউ আবার শুয়েশুয়ে স্বপনে বেভুল।
কেউ বা চক্ষু বলে; কেউ বলে আঁখি।
কেউ ভাসে অশ্রুতে কেউ ডুবে থাকি।
কেউ বা পক্ষী বলে কেউ বলে পাখী।
কেউ শুধু বাঁকি খায় দিয়ে যায় ফাঁকি।
কেউ বলে অন্তর; কেউ বলে মন।
বোকা মনে কাব্যের পোকা ভনভন।
কেউ বলে মুহূর্ত; কেউ বলে ক্ষণ।
সময় পোড়ায় কেউ উড়ায় যে ধন।
২, কেউ বলে দাওদাও, কেউ বলে নাও।
কেউ বলে যাওযাও, কেউ বলে আও।
কেউ কয় কথা শুধু, কেউ করে কাজ।
কেউ করে এলোমেলো, কেউ করে ভাজ।
বিষয়: সাহিত্য
৯৪৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ বলে বাচ্চা কেউ বলে কচি খোকা
এম্নি বানালাম আপু। আপনার কবিতার যেমন ছন্দ, তাল ও একটা ভাবার্থ আছে আমারটাতে সেটা নেই। তবে আপনার কবিতা কিন্তু ঝাক্কাস হৈছে
শুভকামনা
কেউ বলার থাকবেন না বাকি
সুন্দর বলেছেন প্রিয় জোনাকি...
আমার্টা কিসু হইলো...
ধন্যবাদ...
অনেক ভালো লাগল। এভাবেই আলো ছড়ান সব সময়।
ধন্যবাদ আপু?
এই আপু....... চিপ্স আমিও খাবো আমাকে না দিলে পেট ব্যাথা করবে আপনাদের
আমি চিপ্স খাইনা
ঝালমুড়ি পাইনা
কেউ যদি পাঠায়
মজা করে খাই
একটু মজা করলাম
জাযাকুমুল্লাহ
জাযাকাল্লাহি খাইরান
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন