তোমার হাত
লিখেছেন লিখেছেন জোনাকি ০২ অক্টোবর, ২০১৪, ০৬:০৮:৪৫ সকাল
১,তোমার হাত যেন সোনামুখি সুঁই।
নঁকশি বুনত নিপুণ সুষমায়
ধৈর্যে একাগ্রতায়
সময়ের কাঁথায়
সৎ কাজের, তাকওয়ার রঙে।
.
সেবা ভালবাসায়
সাহায্য সহযোগিতায়
যে হাত ব্যস্ত সারাক্ষণ,
তা কি সুন্দর না হয়ে পারে?
যে হাত সত্য প্রতিষ্ঠায়
মিথ্যা নির্মূলের তরে শুধু
তা শক্তিশালী না হয়ে কি পারে?
.
২, তোমার হাত
বিশ্বস্ত সফল।
প্রেরণার, ভালবাসার, রহমতের।
সাম্য মৈত্রী শান্তি এনেছে
তোমার হাত।
বিষয়: সাহিত্য
১২১৩ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
তবু অনেক ধন্যবাদ।
কেমন হলো আপু?
egypt12 লিখেছেন : এই হাতের জয় হোক
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুন্দর কিন্তু আপনি চাইলে ছন্দগুলো আরও একটু মজার করে লিখতে পারতেন। -যথার্থ বলেছেন, সহমত
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
এমন 'হাত' মিলবে না আর এ ধরাতে ফের-
দোয়া করেন ভাইয়া।
দুনিয়া আখিরাতে শান্তি দিক আল্লাহ্।
আপনার সাথে আমিও যোগ দিলাম কান্নায়-
এটা কেমন কথা ??
দাওয়াত দিয়ে দুয়ারে তালা???
আওন কোথায়...
লাঠি-ই এ রোগের ভালো ওষুধ!!
খুচ্রা ছড়া আবারো দিব নায়...
ধন্যবাদ।
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
এমন 'হাত' মিলবে না আর এ ধরাতে ফের-
আপনি ঠিক বলেছেন। জাযাকাল্লাহু খাইর।
"silken smooth and soft to touch
sometimes we needs those hands so much"
(বলেন তো আমি কার হাতের কথা বলেছি?)
মন্তব্য করতে লগইন করুন