তেতুল খোসায় ভাত রানতো কে?
লিখেছেন লিখেছেন জোনাকি ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০৩:৪৫ সকাল
তেতুল খোসায় ভাত রানতো কে?
সেই মেয়েটি হারিয়ে গেছে যে।
.
লিচু পাতা পান হত আর ঘাস ফুল ডিম ভাজি
ফড়িং দেখে করতো ধাওয়া সেই দিন নাই আজি।
পানি ফলের নেশায় হতো সাঁতার কাটার ধুম
ওপার গিয়ে বইচি ফলে দিতাম কত চুম।
তেতুলপাতা ছায়া দিত আকাশ দিত নিল
রোদবাতাসের আদরে সব পুকুরে খিলখিল।
ভুলে যেতাম দুনিয়াটা মেঘের মত করে
ডাকতো যখন বড় নানা যেতাম তখন ঘরে।
তারাভরা উঠানে সেই গল্প বলার ক্ষন
দাদীফুফু’র গানে গিতে শান্ত হত মন।
হারিয়ে গেল দিন গুলো আজ পড়ে আছে কাজ
স্মৃতির কাঁথা করতে হবে এক্ষুনি যে ভাঁজ।
বিষয়: সাহিত্য
১৮৭৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কবিতা লেখার হাত পেকেছে, মানে সেখানেও বয়স মাপার সুযোগ আছে।
আল্লাহ আপনাকে কবুল করুন।
স্মৃতির কাঁথা করতে হবে এক্ষুনি যে ভাঁজ।
আলহামদুলিল্লাহ..
কোথায় ছিলেন এদ্দিন???
সব ভালো তো??
ইচ্ছে করেই দূরে থাকি লিখিনা আসিওনা।
কোন মা যেন কখনো কবিতা লিখেনা।
কোন মা যেন কখনো কবিতা লিখেনা।
ঈদের আগে এমন দুঃখের বানী কেন???
দুঃখ-সুখের দু-পিঠ নিয়ে জীবন-খাতার পাতা
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
সুন্দর কথা বলার জন্য
জাযাকাল্লাহু খাইরান।
আমীন।
মন্তব্য করতে লগইন করুন