খুচ্রাকাব্য
লিখেছেন লিখেছেন জোনাকি ১৫ আগস্ট, ২০১৪, ১১:৪৭:১৩ সকাল
চেতনার ফণা চতুর্দিকে, আতঙ্কে নেই ঘুম।
স্বাধীনতা আজ গুল্লি খাচ্ছে খুল্লি হচ্ছে গুম।
মতান্তরে মুণ্ডু যে ওড়ে, কই যাবে দেশবাসী?
বড়সিতে ধরে দেশরে ওদিকে পড়সি বাজায় বাঁশি।
প্যারোডি
আমাদের যুগে পথেপ্রান্তরে পায়রা মেলিতো ডানা।
তোমরা এযুগে গনতন্ত্ররে মাইরা করিছো ফানা।
বিষয়: সাহিত্য
৯৭৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাইন দেয়া হইছে।
আপনার জন্য
মন্তব্য করতে লগইন করুন