ইচ্ছেকাব্য
লিখেছেন লিখেছেন জোনাকি ০৯ জুন, ২০১৪, ০৯:১৩:৩৮ সকাল
কারচুমে উমউম, ঘুমরাঙা এই রাত?
কার রঙের এই ডিব্বা উপুড় টৈটুম্বর প্রাত?
কার ঘ্রানেরে নায়ছে রোদে হলদে পরির দল?
ঘন্ধরানী গাছে উড়ে কার রূপের আঁচল?
ঝুমকোজবা, জুই, সর্ণচাঁপা তুই?
কার ইচ্ছেই পুচ্ছমেলে পাগল করিস ভুঁই?
.
কার ইচ্ছে মানে নদী কার ইচ্ছে মানে ঢেউ?
কার ইচ্ছেই নাচ্ছে নদী বলতে পারো কেউ?
কার ইচ্ছে মানে নীল? কার ইচ্ছে মানে চিল?
কার ইচ্ছেই শূন্যের উপর দুনিয়া ঝিলমিল?
কার ইচ্ছে মানে ধান? কার ইচ্ছে মানে পান ?
কার ইচ্ছেই ইচ্ছেমত গায় যে পাখী গান?
কার ইচ্ছে মানে মৌ? কার ইচ্ছে মানে চাক?
কার ইচ্ছেই বুনছে মধু মৌমাছিদের ঝাক?
মৌতাঁতিদের মত আমিও ভাবি কত
তাঁর ইচ্ছেই বিলীন হয়ে বুনবো মধু অত।
.
রহস্য থৈথৈ অতন্দ্র এই রাত
কার ইচ্ছের কিচ্ছে লিখা কালের ধারাপাত?
কার ধ্যানে একমত? গ্যালাক্সিরা সব।
তাঁর জিকিরে রক্তে জাগে জান্নাতি উৎসব।
.
চম্পাবনে ফুটেছে কার মুচকি হাসিরাশি?
কার প্রেমেরে ফাগুন বাজায় এমন আগুন বাঁশি?
কার ইচ্ছেই ভিচ্ছে পাড়া আজকে সারাদিন।
বনের মনে সুখপাখীরা নাচ্ছে তাধীনধীন।
মেঘগুড়্গুড়্গুড় ঝরছে ঝোলা গুঁড়।
কার ইচ্ছেই বনটা মিঠেমণ্ডাতে ভরপুর?
বিষয়: সাহিত্য
১২৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কার ইচ্ছের কিচ্ছে লিখা কালের ধারাপাত?
কার ধ্যানে একমত? গ্যালাক্সিরা সব।
তাঁর জিকিরে রক্তে জাগে জান্নাতি উৎসব।
মুগ্ধতা জানিয়ে গেলাম।
ধন্যবাদ
কার ইচ্ছেই পুচ্ছমেলে পাগল করিস ভুঁই?
থ্যাংক্স আ টন
এ সবই তারই অবদান
মাখলুক-পৃথী-গ্রহ-তারা
নড়েনা তার হুকুম ছাড়া।
রবের বড়ত্ব বর্ননা নির্ভর অতিচমৎকার কবিতাটি লেখার জন্য আন্তুরিক মোবারকবাদ রইলো।
কার ইচ্ছেই নাচ্ছে নদী বলতে পারো কেউ?
শুকরান জাজিলা।
আমার আল্লাহ্ মহান,কবিকে অভিনন্দন।
কার ইচ্ছে এত্ত নিপূণ? নিত্যই নির্ভুল।
জাযাকাল্লাহু খাইরান।
মুগ্ধতা জানিয়ে গেলাম।
ধন্যবাদ
শুভেচ্ছা অনন্ত
মন্তব্য করতে লগইন করুন