আমার বাবা
লিখেছেন লিখেছেন জোনাকি ২৫ এপ্রিল, ২০১৪, ১০:১২:০১ সকাল
তোমার চোখে আকাশ ছিল
একটি সুখের আবাস ছিল
অন্তরে এক সাগর গভীরতা।
ঢেউ এর মত দুলেদুলে
দিনগুলো সব যেত চলে
তোমার কোলে, এই সেদিনের কথা।
তোমার কলম যুদ্ধরত
বখতিয়ারের ঘোড়ার মত
টগবগিয়ে কেবল শুধু ছোটে।
তন্দ্রাহত মনে কত
স্বপ্ন ছড়াও অবিরত
সত্যগুলো আলোর মতই ফোটে।
সীমান্তহীন উদার হতে
অজান্তে যে শিখিয়ে দিতে
ভালবাসার দিগন্ত এক ছিলে।
দুরন্তমন আনন্দেতে
অশান্তক্ষণ প্রশান্তিতে
ভরে যেত তুমি দেখা দিলে।
সাহস দিয়ে পথ দেখাতে
আলোর ভুবন চিনিয়ে দিতে
আলো হয়ে জ্বলতে আমার পাশে।
আঁধার এসে নানাছলে
ডাকলে এসে দলেদলে
হারাইনি পথ ভুলের জলোচ্ছাসে।
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বখতিয়ারের ঘোড়ার মত
টগবগিয়ে কেবল শুধু ছোটে।
আপনি কি তিনি-ই??
"হারাইনি পথ কালের করাল ত্রাসে।"
এ লাইনটা এডিট করেছেন, আগেরটাও ভাল ছিল!
সম্ভবতঃ এই "বাবা"টির সাথে আমার সখ্যতা ছিল-
অন্তহীন দোয়া
কিন্তু আল্লাহর ওয়াস্তে ভালবাসা ও সেসব প্রিয়জনদের ব্যাপারটাই আলাদা!
আর ভালবাসার মানুষের অনেক কিছুই অন্তরের গভীরে ছাপ রেখে যায়-
যেকোন সময় ও স্থানে তার সামান্যও মিলে গেলে মন আনচান করে ওঠে বৈকি!
আর এজন্যই হয়তো শুরু থেকেই আপনার ব্লগটা আমাকে খুব বেশী টানে-
দোয়া নিরন্তর
পাখীয়ালী
ঐ হারিকেনটার বাবা নাই।
কবিতা ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন