স্নোয়িশ

লিখেছেন লিখেছেন জোনাকি ১৮ এপ্রিল, ২০১৪, ১০:৫০:৫৬ সকাল

১,পড়সে তুষার হাকাইয়া।

দেখনা এদিক তাকাইয়া।

সুরুজ মিঞা ঘুমাইতেছে ধুমাইয়া।

মেঘের গদি চুমাইয়া।

ইশকুলে আজ ভুতের নাচন চেয়ার টেবিল কাঁপাইয়া।

ছুটির ঝিলিক উপচে খুকুর ঠোঁটের দুকূল ছাপাইয়া।

Day Dreaming

২, ক্রাঞ্চি চিনির মুড়ালি-

ডালপালা চোখ জুড়ালি।

ঝরছে মাওয়া ঘোরবেঘোরে।

সন্দেশ দেশ এই দেখোরে।

কে কত বল ছুটির ফ্লেবার কুড়ালি?

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209426
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুউইট ... সো সুউইট Bee Bee Bee Bee Bee Bee Bee Bee


মেঘের গদি চুমাইয়া Love Struck Love Struck
ছুটির ফ্লেবার Eat Eat Eat আচ্ছা এ ফ্লেবার কি জ্বিবে একসেস্ করা যায়? নাকি নাকে? Thinking? Thinking?

যাইহোক মজার মজার শব্দগুলোর জন্য অন্নেক অন্নেক মিষ্টিমাখা থ্যাংক্স

১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
157938
জোনাকি লিখেছেন :
209448
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৯
টোকাই বাবু লিখেছেন : ভাই হারি. . . মেঘের গদি চুমাইয়া
ছুটির ফ্লেবার আচ্ছা এ ফ্লেবার কি জ্বিবে একসেস্ করা যায়? নাকি নাকে?

সেরাম অইচে
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১২
157947
জোনাকি লিখেছেন : ধন্যবাদ
209464
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটাতো এমেরিকান ছড়া!!!
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৩২
158352
জোনাকি লিখেছেন : হাচাই কৈসেন।
শুভেচ্ছা।
209468
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৩
পবিত্র লিখেছেন : অনেক অনেক সুন্দর একটি ছড়া!! Applause ভালো লাগলো খুব!!! Happy
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৩৭
158353
জোনাকি লিখেছেন : পবিত্র থেকো দিন্রাত্রPraying
209933
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
মুহছিনা খাঁন লিখেছেন : শুধু কবিতার ছড়া ছড়ি দেখলাম । আমাকে সিখিয়ে দিবে কিভাবে কবি হওয়া যায়। অনেক সুন্দর
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
158630
জোনাকি লিখেছেন : আপ্নিও তো কবি। বসন্ত নিয়ে কি সুন্দর লিখেছেন।
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১০
158810
মুহছিনা খাঁন লিখেছেন : আরে এটা আর কি মনের আকুতি মাত্র ।
231321
০৬ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
দ্য স্লেভ লিখেছেন : হাতে কিছু সময় থাকাতে ব্লগ ঘাটাঘাটি করছিলাম। প্রিয় কিছু ব্লগারের লেখা পড়তে পড়তে দেখলাম আপনি। আপনার পেইজে এসে দেখছি কবিতা ছাড়া আর কিছু নেই। যদিও কবিতা তেমন বুঝিনা,তারপরও মনে হল,আপনি বেশ দারুন লেখেন। আপনার কবিতা লেখার হাত,পা দুটোই ভাল মনে হচ্ছে....
০৯ জুন ২০১৪ সকাল ০৯:২৭
179346
জোনাকি লিখেছেন : হাত পা Big Grin
নেকনজর দেয়ার জন্য ধন্যবাদ।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৪২
179442
দ্য স্লেভ লিখেছেন : সীরাত গ্রন্থ লেখার দু:সাহস করেছি। ওদিকে আসার দাওয়াত রইল....মজার ব্যাপার হল প্রায় ৫০০ পৃষ্ঠা কিভাবে যেন লিখে ফেললাম, ব্যপক তথ্য দরকার। এই অলসের যে কি হবে,,,,অনেক কিতাব স্কান করে এনেছিলাম কিন্তু তারপরও বহু রেফারেন্স দরকার....
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
179594
জোনাকি লিখেছেন : আপ্নি অলস না অনেক লিখেন তো মাশাআল্লাহ!
ক্যান্ট ওয়েট টু রিড!Angel Angel
জাযাকাল্লাহু খাইরান।
০৯ জুন ২০১৪ রাত ১১:০৬
179720
দ্য স্লেভ লিখেছেন : প্রতিদিন আপলোড হচ্ছে পড়ুন দয়া করে....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File