ছন্দ তুলে মিল
লিখেছেন লিখেছেন জোনাকি ১৭ এপ্রিল, ২০১৪, ০৫:০২:০০ বিকাল
ছন্দ তুলে মিল
পাষাণ হৃদে শাসাস যে হাই শুনলে মধুর ভাষা।
ঝাল মাখালে ফোলাস যে গাল যায় বিফলে আশা।
তোর দেমাগের ব্যারোমিটার কোন দোকানে পাই?
এই আগুণে বাগুন ভেজে ভাগ করে আই খাই।
তোর ঠোটের ছাদে তিল; আমার দিলটা ওড়ে দিল।
হাসির ডগায় টোলটা নাচে; মনটা বাজায় ঢোল।
তোর খোঁপার টবে ঝুমকোলতা ঝিলমিলে এক নীল।
মেঘলা বাঁকা চাঁদটা বুকে আয়না আবার দোল।
সেকি! হাসছে যে খিলখিল; একি! ডাকছে কি কোকিল?
কাজল চোখের কোলটা আহা লাগছে কি সজল!
তোর ভালোবাসায় কে ঢেলেছে এত্তো ঘৃতঘোল?
দ্বন্দ্বরা সব গন্ধ হারায়; ছন্দ তুলে মিল।
বিষয়: সাহিত্য
১৪৮৩ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাপ্রেবাপ! হাঁপায় গেসি...
বুঝতে আরেট্টু সময় লাগবে নাকি, তাও বুঝতে পারছিনা...আচ্ছা থাক...
শুভেচ্ছা
হাসির ডগায় টোলটা নাচে; মনটা বাজায় ঢোল।
তোর খোঁপার টবে ঝুমকোলতা ঝিলমিলে এক নীল।
মেন্দিরাঙা চাঁদটা বুকে আয়না আবার দোল।
দারুণ লাগলো পড়ে।
সেরাম হয়েছে আপু সেরাম... লিখতে থাকুন
লগ-ইম করতে বাধ্যই হলাম
রাগলে যে তার খিল খোলেনা যতই দি না কিল।
সেকি! হাসছে যে খিলখিল; ) একি! ডাকছে কি কোকিল?
দ্বন্দ্বরা সব গন্ধ হারায়; ছন্দ তুলে মিল।
থাকলে বন্ধু আওয়াজ দিও..ফিরবো সেই ক্ষণে।
পড়তে গিয়ে মগজে মোর পড়ছে শত কিল৷
ধন্যবাদ
কি লিখিব কি বলিব ,
কলমে নাই মিল,
অপারগতার কুলুপ এটে
মনের দুয়ারে পড়েছে খিল ।
মন্তব্য করতে লগইন করুন