পাখীয়ালী
লিখেছেন লিখেছেন জোনাকি ১৩ এপ্রিল, ২০১৪, ১১:০০:৫৮ সকাল
তোর পেখমের দেখে বাহার
বনময়ূরী ভুলে আহার।
প্রজাপতির আসেনা ঘুম।
চিন্তিত কি গোলাপ কুসুম?
সময় থামে; বাতাস ঘামে,
এই ধরাতে বেহেশত নামে,
মেল্লে পাখা যায়না রাখা;
মনটারে আর বুকের খামে।
ঐ রুপেরি উৎসধারায়।
মন যে হারায়; মন যে হারায়।
তাঁর বিরহের সুপারনোভায়;
আলো ফোটে প্রেমের সোভায়।
বিষয়: বিবিধ
১৪০০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
বনময়ূরী ভুলে আহার।
প্রজাপতির আসেনা ঘুম।
চিন্তিত কি গোলাপ কুসুম?
অভিভুত চমতকার অনেক ধন্যবাদ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন