তুমি কই কোন দূরে?

লিখেছেন লিখেছেন জোনাকি ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪৬:৩৯ সকাল

১, পদ্মপরিরা দোলে, মাছরাঙা কি যে ছলে

ডিগবাজি খায়।

মাছের পোনারা ওরা, সাঁতরায় জোড়াজোড়া

কই যানি যায়।

সবুজের মখমলে, আহ! কিযে ঝলমলে

বোনা ফুল ফল।

জংলী গজল শুনে, ঝর্ণাটা ঢেউ বুনে

হাওয়া চঞ্চল।

স্বর্গীয় সুর জালে, রহস্য ডালে ডালে

ছাওয়া অঞ্চল।

২,থোকা থোকা কাব্য, প্রেমে ভেজা নাব্য

বিরহের ডালে,

তুমি কই কোন দূরে? কোন সে কালান্তরে?

স্বপনের পালে

Love Struck

৩, নিরাশার আলপথে টানো আশা বাঁক।

আঁধারের স্রোতে তুমি তারা ঝাঁকেঝাঁক।

অশ্রুর ফুল তুমি গন্ধবকুল।

শত ভুলভ্রান্তিতে শান্তির কুল।

Sad

বিভ্রান্তকাল শেষে, ঘেমে নেয়ে যেই এসে

কোলে গুঁজি মুখ।

মুমুর্শ মনলোকে, বিমর্শ এই চোখে

বুলাও যে সুখ।

Happy

বিষয়: বিবিধ

১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File