ছড়াচুর
লিখেছেন লিখেছেন জোনাকি ১১ এপ্রিল, ২০১৩, ১০:৫৯:৪৫ সকাল
১,কেউ স্বপ্ন দেখে।
ঝরঝর কাঁদে।
কেউ লক্ষস্থির করে
থরথর কাঁপে।
কেউ লক্ষে পৌঁছাতে
দরদর ঘামে।
২,কেউ আবেগে ভাসে।
শ্যাওলার পাশে। স্রোতের বিলাসে।
ভাটা এলে কাঁপে। সবাইকে শাপে।
কেউ আবেগে চাষে। :b
শুধু বারোমাসে!
ফুলের সুবাসে, চারপাশ হাসে।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন