ছড়াচুর Bee

লিখেছেন লিখেছেন জোনাকি ১১ এপ্রিল, ২০১৩, ১০:৫৯:৪৫ সকাল

১,কেউ স্বপ্ন দেখে। Day Dreaming

ঝরঝর কাঁদে। Crying

কেউ লক্ষস্থির করে

থরথর কাঁপে।

কেউ লক্ষে পৌঁছাতে

দরদর ঘামে।

২,কেউ আবেগে ভাসে।

শ্যাওলার পাশে। স্রোতের বিলাসে।

ভাটা এলে কাঁপে। সবাইকে শাপে।

কেউ আবেগে চাষে। :b

শুধু বারোমাসে!

ফুলের সুবাসে, চারপাশ হাসে। Happy

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File